Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রীময়ীর জীবনে এ কোন নতুন পুরুষের আবির্ভাব, দেখুন ছবি

কৌশিক পোল্ল্যে: বাঙালি বধূদের ড্রয়িংরুমে সন্ধ্যার শুরুটা হয় মেগাসিরিয়ালে। গোধুলি সময় থেকে মধ্যরাত অবধি একের পর এক সিরিয়াল সম্প্রচারিত হয় ছোটপর্দার বিভিন্ন চ্যানেলে। ঘটনার ঘনঘটা ও উত্তেজনামূলক কোনো প্লট কিংবা…

Avatar

কৌশিক পোল্ল্যে: বাঙালি বধূদের ড্রয়িংরুমে সন্ধ্যার শুরুটা হয় মেগাসিরিয়ালে। গোধুলি সময় থেকে মধ্যরাত অবধি একের পর এক সিরিয়াল সম্প্রচারিত হয় ছোটপর্দার বিভিন্ন চ্যানেলে। ঘটনার ঘনঘটা ও উত্তেজনামূলক কোনো প্লট কিংবা চক্রান্তের ছলচাতুরি এসব দিব্যি বিনোদনে ইন্ধন জোগায়। আর সমস্ত কিছুর জোগান দিয়ে আসছে বাংলার সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসা।

জলসার সাম্প্রতিক ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম এই ‘শ্রীময়ী’ যার মূল চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার। কাজেই বুঝতে পারছেন কতটা ফেম ধরে রাখতে পারে এই সিরিয়াল। যেহেতু সিরিয়ালে অভিনয় করেই বাংলা সিনেমায় সাফল্য পান ইন্দ্রানী। একের পর এক সিরিয়াল এখনও করে চলেছেন স্বমহিমায়। গল্প অনুযায়ী বর্তমানে শ্রীময়ীর স্বামী অনিন্দ্য সেনগুপ্ত তাকে ডিভোর্স দিয়ে জুন গুহ নামক এক মহিলাকে বিয়ে করেন। ফলে শ্রীময়ীর জীবনের পঁচিশটা বছরের স্বপ্ন একেবারে ভেঙে যায়। শুরু হয় তার জীবনের আসল লড়াই। এক স্কুলে চাকরী করতে শুরু করেন তিনি। আর এখানেই আসে চমক। ওই স্কুলেরই ফান্ডিং এর খরচ চালান রোহিত সেন যে কিনা কলেজ লাইফে শ্রীময়ীকে ভালোবাসতেন। স্কুলের এক অনুষ্ঠানে দুজন মুখোমুখি হন, এমনটা দেখা যাচ্ছে শেষ প্রোমোতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কাঁচি দিয়েই বোমা নিষ্ক্রিয়, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড বাংলা সিরিয়ালের জবা

চমকের এই তো শুরু। রোহিত সেনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরি। একসময় বলিউডে সিনেমা করে আবারো তিনি ছোটপর্দায় ফিরছেন সাদরে। তবে কী এবার শ্রীময়ীর জীবনে তার নতুন করে আগমন ঘটবে নাকি অনিন্দ্য নিজের ভুল বুঝতে পারবে সেটা তো সময়ই বলবে। বেশ কয়েক মাসে এই ধারাবাহিক বহুল সাফল্য অর্জন করেছে, এর টিআরপি ক্রমশই বাড়তির দিকে, এমন মাঝগগনে অভিনব ধারাবাহিক মোচড় যে ফলপ্রসু হয়ে উঠবে সে নিয়ে যথেষ্ট আশাবাদী নির্মাতারা।

About Author