Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঠিক হয়ে গেল দিনক্ষণ, সফর শেষ এবার শ্রীময়ীর! আসছে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’

বরাবর দেখা গিয়েছে টিআরপি তালিকায় নম্বর কম থাকায় ধারাবাহিক সম্প্রচার বন্ধ করা হয়। তবে সব ক্ষেত্রে তা হয়না। যেমন স্টার জলসার এই ধারাবাহিক। ভাবছেন কোন ধারাবাহিকের কথা বলছি? স্টার জলসার…

Avatar

By

বরাবর দেখা গিয়েছে টিআরপি তালিকায় নম্বর কম থাকায় ধারাবাহিক সম্প্রচার বন্ধ করা হয়। তবে সব ক্ষেত্রে তা হয়না। যেমন স্টার জলসার এই ধারাবাহিক। ভাবছেন কোন ধারাবাহিকের কথা বলছি? স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীর কথা বলছি। টিআরপি তালিকায় বরাবর ভালো ফলাফল করে এবার শেষের দিকে পা বাড়াচ্ছে শ্রীময়ী। খুব শীঘ্রই শেষ হতে চলেছে শ্রীময়ী ধারাবাহিকের সম্প্রচার। কয়েকদিন ধরে টেলিপাড়াতে এমনটা তো আগেই আভাস পাওয়া গিয়েছিল।

কয়েকদিন আগেই স্পষ্ট হয়ে যায় এই ছবিটা। ২০২১ শেষ হওয়ার আগের সফর শেষ হচ্ছে শ্রীময়ীর। আর এবার জানা গেল ধারাবাহিক শেষ সম্প্রচারের দিনক্ষণ, কবে শেষবার টিভির পর্দায় ‘শ্রীময়ী’ ইন্দ্রানী হালদারকে দেখতে পাবেন, আর কবে থেকেই বা গৌরব-শোলাঙ্কির ‘গাঁটছড়া’ দেখবার সুযোগ আসবে তা ঘোষণা করে দিল চ্যানেল কর্তৃপক্ষ। স্টার জলসার অন্যতম হিট ধারাবাহিক শ্রীময়ীর সফর শুরু হয়েছিল ২০১৯ সালে। তারপর একটু একটু করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় এই ধারাবাহিক। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের হিট মেগা ‘কৃষ্ণকলি’র রাজত্বে শুধু ভাগ বসায়নি এই ধারাবাহিক বরং সর্বদা ভালো রেজাল্টও করে এসেছে বরাবর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু এ রাজ্যেই নয়,বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও এখন দাপিয়ে বেড়াচ্ছে শ্রীময়ী। এই ধারাবাহিকের হিন্দি রিমেক ‘অনুপমা’ বর্তমানে হিন্দি ধারাবাহিকের টিআরপি তালিকায় এক্কেবারে শীর্ষ স্থানে থাকছে এই ধারাবাহিক। বর্তমানে দেশের মোট পাঁচটি ভাষায় শ্রীময়ীর রিমেক সম্প্রচারিত হচ্ছে।এক চল্লিশোর্ধ গৃহবধূর ঘুরে দাঁড়ানোর গল্প সকলের সামনে পরিবেশন করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের শ্রীময়ী। কেমনভাবে স্বামীর কাছে অবহেলিত, শ্বশুরবাড়িতে প্রতিদিন অপমানের মুখে পড়া শ্রীময়ী নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেখায় তা এই ধারাবাহিকে দুবছরের বেশি সময় ধরে দেখানো হয়েছে।

এমনকি শ্রীময়ীর সাথে অনিন্দ্যর সঙ্গে বিচ্ছেদের পর রোহিত সেনকে যাতে শ্রীময়ী তাঁর জীবনসঙ্গী হিসাবে বেছে নেয়, সেই প্রার্থনাও করেছে শ্রীময়ীর অনুগামীরা। দীর্ঘসময় পর প্রকৃত ভালোবাসার মানুষের হাতটা ধরলেও শ্রীময়ীর সেই সুখ শেষ অবধি স্থায়ী হবে কিনা সেই নিয়েও চরম দুশ্চিন্তা রয়েছে ধারাবাহিকের শেষলগ্নে এসেও। কারণ সকলের প্রিয় হিরো রোহিত এখন মারণরোগের সঙ্গে লড়াই চালাচ্ছেন। রোহিত সেন শেষ পর্যন্ত কি জীবনযুদ্ধে জয়ী হবেন, নাকি শ্রীময়ীকে একা রেখে চলে যাবেন? তা জানতে আর অপেক্ষা কয়েক দিনের। 

কারণ আগামী ২০ শে ডিসেম্বর থেকে স্টার জলসায় সন্ধ্যা ৭টার স্লটে শুরু হচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। সুতরাং হিসাব বলছে ১৯শে ডিসেম্বরই শেষ সম্প্রচার হবে ‘শ্রীময়ী’র। এখন জোরকদমে ধারাবাহিকের শেষভাগের শ্যুটিং-এ ব্যস্ত গোটা টিম, খুব সম্ভবত আগামী ১৫ই ডিসেম্বর শেষ হয়ে যাবে শ্রীময়ীর শ্যুটিং । উল্লেখ্য এই ধারাবাহিকের নায়িকা ইন্দ্রানি হালদার যতখানি সারা ফেলেছে ততখানিই সুপারহিট খলনায়িকাও। কারণ ‘জুন আন্টি’ ওরফে ঊষসী চক্রবর্তীর জনপ্রিয়তা এখন আট থেকে আশি- সবার মধ্যেই। পাশাপাশি টোটা ওরফে রোহিত সেনের মতো বর তো সকলেই চায়। পাশাপাশি শ্রীময়ীর অন্যমতো হিট চরিত্র ডিঙ্কা ওরফে সপ্তর্ষি মৌলিক শ্রীময়ীর ছোটছেলে একদম আদর্শ পুত্র হিসেবে সকলের বেশ প্রিয়।

About Author