করোনা আবহে বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ছয় দফা সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর ২ দফা নির্বাচন। আজ ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। তবে এই মুহূর্তে করোনার প্রকোপে অতিষ্ঠ গোটা ভোট বাংলা। বাংলাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গন্ডির ছাড়িয়ে গেছে। এরমধ্যে গতকাল সকালের দিকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটির হেভিওয়েট তৃণমূল প্রার্থী মদন মিত্র। পরীক্ষা করার পর জানা গিয়েছিল মদনদা কোভিড নিউমোনিয়াতে আক্রান্ত। তাকে তড়িঘড়ি গতকাল এসএসকেএম হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আজ সকাল থেকেই জানা গিয়েছে গতকালের থেকে অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে করোনা আক্রান্ত মদন মিত্রের। বর্তমানে তার পরিবারের তরফে জানানো হয়েছে, “তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।” তবে এর মাঝে আজ সকালে তৃণমূল প্রার্থী মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি ফেসবুকে একটি পোস্ট করে লিখেন, “মদন দা সেরে উঠুন। আরো অনেকদিন খেলতে হবে তো। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। তবু আমি চাইবো আপনি তাড়াতাড়ি সেরে উঠুন।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowMadan da shere uthun khelte hobeto ro onekdin, political differences thakbei tobu chaibo shere uthun
Posted by Sreelekha Mitra on Wednesday, 21 April 2021
প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলেখা মিত্র একজন বাম সমর্থক। তাকে বারংবার বাম নেতাদের প্রচারে এবং বামেদের বিগ্রেডে দেখা যায়। তিনি তার সোশ্যাল মিডিয়াতেও বারংবার বামেদের প্রচার করেন। তবে আজ হঠাৎই তিনি তৃণমূল প্রার্থী মদন মিত্রের সুস্থতা কামনা করেছেন। আসলে মদন মিত্রের প্রার্থী ছাড়াও নেট দুনিয়াতে আলাদা একটি জনপ্রিয়তা আছে। এমনকি কিছুদিন আগে অভিনেত্রী সায়নী ঘোষ তাকে বাংলার ক্রাশ বলেছিল। এখন সোশ্যাল মিডিয়াতে সবাই মদন মিত্রের দ্রুত সুস্থতা কামনা করছে। সেই দলেতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে গা ভাসিয়েছেন শ্রীলেখা মিত্র।