Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাচতে নাচতে ধাক্কাধাক্কি, শ্রদ্ধা-নোরা নাচের ভিডিও তুমুল ভাইরাল

বলিউড এই মুহূর্তে সরগরম মাদকচক্র নিয়ে। বলিউডের একাধিক প্রথম সারির তারকাদের নাম বারবার সামনে আসছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শ্রদ্ধা কাপুর ও নোরা ফতেহিকে একে…

Avatar

বলিউড এই মুহূর্তে সরগরম মাদকচক্র নিয়ে। বলিউডের একাধিক প্রথম সারির তারকাদের নাম বারবার সামনে আসছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শ্রদ্ধা কাপুর ও নোরা ফতেহিকে একে অপরের সঙ্গে নাচের প্রতিযোগিতা করতে দেখা যাচ্ছে। তবে বোঝা যাচ্ছে দুই নায়িকা নিছক মজার ছলে এই ভিডিওটি শুট করেছেন। কারণ এই নাচের না আছে কোনো ফর্ম, না আছে কোনো বিশেষত্ব। অথচ নোরা ও শ্রদ্ধা দুজনেই যথেষ্ট ভালো ডান্সার। কিন্তু এই ভিডিওয় তাঁরা ইচ্ছাকৃতভাবে আনাড়ির মত নেচেছেন। শ্রদ্ধার পরনে রয়েছে সালোয়ার কামিজ এবং নোরা পরেছেন হট শর্টস ও লাল ক্রপ টপ।

নোরা ফতেহি আজ বলিউড দিভা হলেও একটা সময় নিজের দেশে থাকাকালীন তাঁর পরিবারে একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তিনি।সেই সময় বিভিন্ন ক্লাবে ও অনুষ্ঠানে বেলী ডান্স করে অর্থ উপার্জন করতেন নোরা।অপরদিকে শ্রদ্ধা তাঁর বাবা শক্তি কাপুরের সূত্রে বরাবর বলিউড পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। শ্রদ্ধা নাচের ট্রেনিং নিয়েছিলেন ফিল্ম ডেবিউ করার জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

Who did it better.. Shraddha or Nora? ?

A post shared by F I L M Y G Y A N (@filmygyan) on

নোরা ও শ্রদ্ধার এই ভিডিওটিতে নোরার নাচ প্রশংসিত হয়েছে। কিন্তু শ্রদ্ধা ট্রোলড হয়েছেন।তাঁকে বলা হয়েছে,তিনি শুধু ড্রাগ নিতে জানেন।নাচের ক্ষেত্রে তিনি কিছুই জানেন না। প্রসঙ্গত,বলিউডের মাদককান্ডে শ্রদ্ধার নাম সামনে এসেছে। শ্রদ্ধাকে এনসিবি জেরা করেছে এবং বিস্তারিত তদন্তের জন্য শ্রদ্ধার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

About Author