Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে, মায়ের সামনে প্রেমিকার সঙ্গে মাখামাখি ছেলের

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)- র বিয়ে নিয়ে এই মুহূর্তে টলিটাউনে চলছে কাটাছেঁড়া। এর মধ্যেই নতুন বছরে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু (Abhimanyu) ঘোষণা করলেন তাঁর ভালোবাসার কথা। সম্প্রতি অভিমন্যু ইন্সটাগ্রামে বেশ…

Avatar

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)- র বিয়ে নিয়ে এই মুহূর্তে টলিটাউনে চলছে কাটাছেঁড়া। এর মধ্যেই নতুন বছরে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু (Abhimanyu) ঘোষণা করলেন তাঁর ভালোবাসার কথা। সম্প্রতি অভিমন্যু ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মডেল দামিনী ঘোষ (Damini Ghosh)-এর সাথে। ছবিগুলি শেয়ার করে অভিমন্যু বলেন, তিন বছর হয়ে গেল, দামিনীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিমন্যু। পেশায় ফ্যাশন ফটোগ্রাফার অভিমন্যুর সঙ্গে মডেল দামিনীর সম্পর্কের রসায়ন সুন্দরভাবে ধরা পড়েছে।প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে, মায়ের সামনে প্রেমিকার সঙ্গে মাখামাখি ছেলেরকিন্তু অদ্ভুত ভাবে, অভিমন্যুকে নিয়ে ট্রোল করা শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, যেখানে তাঁর মা শ্রাবন্তীর বিয়ে ভেঙে যাচ্ছে, সেই পরিস্থিতিতে অভিমন্যু কি করে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন! কিন্তু অনেকে বলেছেন, অভিমন্যুর একটা নিজস্ব সত্ত্বা রয়েছে, স্বাধীন জীবন রয়েছে। সবসময় তাঁর জীবনের সঙ্গে তাঁর অতীতের ছায়া বা তাঁর মায়ের ব্যক্তিগত জীবনের ছায়া না মেশানোই ভালো। জীবনে এত উথালপাথাল সত্ত্বেও অভিমন্যু কিন্তু বিপথে চলে যাননি। বরং তিনি মন দিয়েছেন ফ্যাশন ফটোগ্রাফিতে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজের শোকেস দেখলে বোঝা যায়, তাঁর ফটোগ্রাফির শৈলী যথেষ্ট নিপুণ।প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে, মায়ের সামনে প্রেমিকার সঙ্গে মাখামাখি ছেলেরএছাড়াও অভিমন্যু তাঁর মা শ্রাবন্তীকে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর কাজেও সাহায্য করেন। ‘দি ফিটনেস এম্পায়ার’ উদ্বোধন হয় গত বছর 8 ই নভেম্বর। তার আগে অভিমন্যু সোশ্যাল মিডিয়ায় ‘বড় খবর আসছে’ বলে পোস্ট করে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর প্রোমোশন ও মার্কেটিং শুরু করেছিলেন। সেই সময়ও তাঁকে ট্রোল করেছিলেন নেটিজেনরা। জীবনের এত চড়াই-উতরাইতেও নিজের মা-কে ভালোবেসে তাঁর সঙ্গেই থেকেছেন অভিমন্যু। এখনও তিনি ও তাঁর মা শ্রাবন্তী বাইপাসের ধারে শ্রাবন্তীর ফ্ল্যাটে থাকেন। নেটিজেনরা যতই ট্রোল করুন, অভিমন্যু একদিন সংস্কারের চক্রব‍্যুহ ভেদ করে সবার মন জিতে নেবেন।
About Author