Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজতে চলেছে বিয়ের সানাই! অদ্রিজার মেয়ে হতে চলেছেন শ্রাবন্তীর হবু বৌমা

এই মুহূর্তে টলিটাউনে বিয়ের ফুল ফুটেই চলেছে। তাহলে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)-এর ছেলেই বা বাকি থাকে কেন? ফলে অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Ray)-এর মেয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে শ্রাবন্তীর…

Avatar

এই মুহূর্তে টলিটাউনে বিয়ের ফুল ফুটেই চলেছে। তাহলে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)-এর ছেলেই বা বাকি থাকে কেন? ফলে অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Ray)-এর মেয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে শ্রাবন্তীর বৌমা হয়ে। অদ্রিজার মেয়েকে বহুদিন ধরেই পছন্দ ছিল শ্রাবন্তীর। কিন্তু অদ্রিজা ও শ্রাবন্তী দুজনের সন্তানই চারপেয়ে। শ্রাবন্তীর ‘ডগি’ ছেলে কোকো (coco)-এর বয়স দেড় বছর। অপরদিকে শ্রাবন্তীর হবু বৌমা অর্থাৎ অদ্রিজার ‘ডগি’ মেয়ে কুকি (cookie) মাত্র দশ মাসের। কিন্তু আদর কাড়তে দুজনেই ওস্তাদ। কোকো ও কুকি একই প্রজাতির সারমেয়। তবে তাদের ‘ঘৌ ঘৌ’ প্রেম কবে জমবে, সেই নিয়ে আপাতত চিন্তায় তাদের মানুষ মায়েরা।

কিছুদিন আগেই নিজের আদরের ঝিনুকের প্রেম নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী। অভিমন্যু(Abhimanyu chatterjee)- র ডাকনাম ঝিনুক। শ্রাবন্তী বলেছেন, তাঁর ছেলের সঙ্গে দামিনী(Damini Ghosh)-র সম্পর্কের কথা অনেকদিন ধরেই জানেন তিনি। শ্রাবন্তী মনে করেন, অভিমন্যুর যা বয়স, তাতে এটাই তাঁর স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত। অভিমন্যু নিজে বরাবর অভিমানী। তাই তিনি বলেছেন, যেসব মানুষের নোংরা মানসিকতা রয়েছে, তাঁরা সেভাবেই ভালোবাসাকে বিচার করবেন। প্রতিদিন এই ধরনের মন্তব্য শুনতে শুনতে তিনি এবং তাঁর মা এখন অভ্যস্ত হয়ে গেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিমন্যু তাঁর মা শ্রাবন্তীকে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর কাজেও সাহায্য করেন। ‘দি ফিটনেস এম্পায়ার’ উদ্বোধন হয় গত বছর 8 ই নভেম্বর। তার আগে অভিমন্যু সোশ্যাল মিডিয়ায় ‘বড় খবর আসছে’ বলে পোস্ট করে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর প্রোমোশন ও মার্কেটিং শুরু করেছিলেন। সেই সময় তাঁকে ট্রোল করেছিলেন নেটিজেনরা। জীবনের এত চড়াই-উতরাইতেও নিজের মা-কে ভালোবেসে মায়ের সঙ্গেই থেকেছেন শ্রাবন্তীর ঝিনুক।

About Author