Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Srabanti Chatterjee: কার সঙ্গে মলদ্বীপ হলিডে এনজয় করছেন শ্রাবন্তী, রিসর্টে এক রাতের ভাড়া শুনলে চমকে যাবেন

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের…

Avatar

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেয়নি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথে, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন শ্রাবন্তী। সম্প্রতি সেই কারণেই পুনরায় চর্চায় তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে মালদ্বীপে ছুটির মেজাজে অভিনেত্রী। বিলাসবহুল দিনযাপন করছেন সেখানে। বলাই বাহুল্য টলি থেকে বলি যে কোন তারকাদের কাছেই এখন একান্তে সময় কাটানোর আদর্শ জায়গা মালদ্বীপ। তবে সেখানে খরচাও কিছু কম নয়। সমুদ্রের নীল জলের মাঝে আরামদায়ক ভাবে থাকতে গেলে যে তা বেশ ভালই খরচা সাপেক্ষ, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি মালদ্বীপের সেই বিলাসবহুল রিসর্ট থেকেই নিজের বেশ কিছু হট ছবি শেয়ার করেছেন, যার সূত্র ধরেই আপাতত চর্চায় তিনি।

এই মুহূর্তে অভিনেত্রী মালদ্বীপের অন্যতম বিলাসবহুল রিসর্টে কাছের মানুষের সাথে একান্ত সময় কাটাচ্ছেন। উল্লেখ্য, মালদ্বীপের মেডহুফারু আইসল্যান্ডে অবস্থিত ‘সোনেভা জানি’ সেখানকার অন্যতম বিলাসবহুল রিসর্ট। যেখানে থাকার এক রাতের ভাড়া শুনলে চোখ কপালে উঠবে সাধারণের। অবশ্য সুযোগ-সুবিধা অনুযায়ী সেই টাকার পরিমাণ বাড়তে থাকে বেশিরভাগ সময়। আপাতত এই রিসর্টেই রয়েছেন টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জী।

জানা গেছে, ‘সোনেভা জানি’ রিসর্টের সব থেকে ছোট ভিলাতে থাকতে গেলে এক রাতে খরচ পড়বে দেড় লাখের বেশি। ভিলার আয়তন যত বড় হবে বাড়বে সুযোগ সুবিধা পাশাপাশি বাড়বে টাকার অঙ্কের পরিমাণও। এই রিসর্টের সবথেকে বিলাসবহুল ভিলায় থাকতে গেলে এক রাতের জন্য খরচ করতে হবে ২৪ লক্ষ টাকা। তবে তা সাধারণের জন্য নয়। বড় বড় তারকারা বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। তাদের জন্য এমন ভিলায় একাধিক রাত কাটানো খুবই স্বাভাবিক।

সম্প্রতি নিজের রিসর্টের ভিলা থেকে নিজের একাধিক ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চ্যাটার্জী। একটি ছবিতে কিলো মনোকিনিতে দেখা মিলেছে অভিনেত্রীর। অন্যদিকে কমলা রঙের একটি মনোকিনি পরেছিলেন শ্রাবন্তী। পাশাপাশি তিনি আরও একটি ছবি শেয়ার করেছেন যেখানে কালো মনোকিনির উপর একটি পাতলা টিনপিনের রংবেরঙের সিন্থেটিক শ্রাগ পরে থাকতে দেখা গিয়েছিল তাকে। এই মুহূর্তে তার সেই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নিজেই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

About Author