Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Srabanti Chatterjee: ‘কোলে বাচ্চাটা কার? একরত্তি খুদের সাথে অভিনেত্রী শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জী কারণে অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তাকে নিয়ে চর্চা করার জন্য আলাদাভাবে কোন কারণের প্রয়োজন হয় না নেটনাগরিকদের একাংশের। এই মুহূর্তে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথে তার সম্পর্ক অন্যতম…

Avatar

শ্রাবন্তী চ্যাটার্জী কারণে অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তাকে নিয়ে চর্চা করার জন্য আলাদাভাবে কোন কারণের প্রয়োজন হয় না নেটনাগরিকদের একাংশের। এই মুহূর্তে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথে তার সম্পর্ক অন্যতম চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তবে এবার অভিরূপ নাগ চৌধুরীর জন্য নয় একেবারে অন্য একটি কারণের সূত্র ধরেই চর্চার আলোয় শ্রাবন্তী চ্যাটার্জী।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সেই ছবি শেয়ার হওয়ার পর থেকেই একের পর এক কটাক্ষজনক মন্তব্য ছুটে এসেছে অভিনেত্রীর দিকে। কেউ বলেছেন, তিনি আবার কবে মা হলেন? আবার কেউ সরাসরি জিজ্ঞাসা করেছেন তার কোলে বাচ্চাটি কার? আবার কারুর বক্তব্য, বাচ্চাটিকে অনেকটা অভিনেত্রীর মতোই দেখতে। শেয়ার করা ছবির কমেমেন্টবক্সে চোখ রাখলেই এমন একাধিক মন্তব্য চোখে পড়বে নেটনাগরিকদের। উল্লেখ্য এদিন অভিনেত্রী ওয়ান সাইডেড অফ-শোল্ডার পোশাকে দেখা দিয়েছিলেন। পাশাপাশি বাচ্চাটিকেও শুটেড বুটেড অবস্থায় দেখা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Srabanti Chatterjee: 'কোলে বাচ্চাটা কার? একরত্তি খুদের সাথে অভিনেত্রী শ্রাবন্তী

আসল কথা হল, সম্প্রতি শ্রাবন্তী চ্যাটার্জী নিজের দিদি স্মিতা ঘোষের একমাত্র পুত্র শিরীষের এক বছরের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই ঐ একরত্তিকে কোলে নিয়েই ছবি তুলেছিলে অভিনেত্রী, যা এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়। স্মিতা ও তার স্বামী সুজয় দুজনেই এই অভিনয় জগতেরই মানুষ। বর্তমানে তাদের খুব একটা দেখা না গেলেও একটা সময়ে চুটিয়ে কাজ করেছেন তারা। উল্লেখ্য, অভিনেত্রীর দিদি ‘শপথ’, ‘মৌচাক’এর মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন।

Srabanti Chatterjee: 'কোলে বাচ্চাটা কার? একরত্তি খুদের সাথে অভিনেত্রী শ্রাবন্তী

এদিন শ্রাবন্তির একমাত্র বোনপোর এক বছরের জন্মদিনে শ্রাবন্তির পাশাপাশি সম্ভবত উপস্থিত ছিলেন অভিরূপও। তবে উপস্থিত থাকলেও ধরা দেননি ছবিতে। অভিনেত্রীর ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনীও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বোনপোর জন্মদিনে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথেও ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। সেই ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। আপাতত নিজের বোনপোর সাথে ছবি শেয়ার করেই বাজেভাবে কটাক্ষেকে শিকার হয়েছেন শ্রাবন্তী। তবে এই সমস্ত বিষয়ে কোনদিনই পাত্তা দিতে নারাজ তিনি। এবারেও অন্যথা হয়নি তার।

Srabanti Chatterjee: 'কোলে বাচ্চাটা কার? একরত্তি খুদের সাথে অভিনেত্রী শ্রাবন্তী

About Author