Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন জুটি নিয়ে জীবনের নতুন ইনিংস শুরু অভিনেত্রী শ্রাবন্তীর, দেখুন ভিডিও

বছর শেষে দুই চট্টোপাধ্যায়ের দেখা মিলবে এক ফ্রেমে। শ্রাবন্তী নতুন করে জুটি বাঁধতে চলেছেন টলিউডের এক বিশেষ অভিনেতার সঙ্গে। এই নতুন পেয়ারিং নিঃসন্দেহে দর্শক মনে আনন্দ ও কৌতূহল এনে দেবে।…

Avatar

বছর শেষে দুই চট্টোপাধ্যায়ের দেখা মিলবে এক ফ্রেমে। শ্রাবন্তী নতুন করে জুটি বাঁধতে চলেছেন টলিউডের এক বিশেষ অভিনেতার সঙ্গে। এই নতুন পেয়ারিং নিঃসন্দেহে দর্শক মনে আনন্দ ও কৌতূহল এনে দেবে। পুরনো কেমেস্ট্রি ভুলে টলিউডে আসতে চলেছে দুই চট্টোপাধ্যায়ের স্পেশ্যাল রোম্যান্টিক জুটি। এইবার শ্রাবন্তীর সঙ্গে আপনি দেব, জিৎ, সোহম কাউকেই দেখতে পাবেন না।

এর আগেও এই দুই জুটি অপর্ণা সেন পরিচালিত ছবি ‘গয়নার বাক্স’-এ একসঙ্গে কাজ করেছেন এবং বেশ কিছু ধারাবাহিকেও একসঙ্গে অভিনয় করেছেন। অবশ্য শ্রাবন্তী তখন বেশ ছোটই ছিলেন। এখন তিনি পরিণীতা। তাই যার সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে থাকবেন বেশ মানিয়ে যাবেন। মানস বসু পরিচালিত বাংলা ছবি, ‘ছবিয়াল’-এর গল্পটাই এমনই যেখানে গা ছমছমে রহস্য যেমন আছে তেমন থাকবে প্রেমের দৃশ্যও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভনিতা না করেই বলা বাহুল্য অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে বন্দী হতে চলেছেন টলিউডের প্রধান চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী। এই গল্পে শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম হাবোল। পেশায় সে ফোটোগ্রাফার। অন্যদিকে শ্রাবন্তীর নাম লাবণ্য। এখানে শাশ্বত চট্টোপাধ্যায় মৃত ব্যক্তিদের ছবি তুলে থাকেন যা একদমই স্বাভাবিক নয়, অন্যদিকে শ্রাবন্তী অর্থাৎ লাবন্য একজন মিষ্টি গৃহ বধুর ভূমিকায় রয়েছেন। বরের সঙ্গে মিষ্টি প্রেমের সম্পর্ক লাবন্যর কিন্তু এই গল্পেও টুইস্ট আছে যা আপনি সিনেমা হলে গেলে দেখতে পাবেন।

কলকাতা ও হুগলী তে এই ছবির বেশ কিছু অংশের শ্যুটিং হয়েছে। শ্যুটিং কমপ্লিট। চলতি বছর ২৭ মার্চ মুভিটি রিলিজ হওয়ার কথা ছিল। লক ডাউনের কারণে এই ছবি এখনও মুক্তি পায়নি। আশা করা যাচ্ছে ডিসেম্বরেই মুক্তি পাবে মানস বসু পরিচালিত বাংলা ছবি, ‘ছবিয়াল’। চলুন একবার হাবোল-লাবন্য-কে ছোট্ট করে দেখে নিই।

About Author