মহামারীর মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও টলি ডিভা দিলেন সুখবর। নতুন ফিটনেস জিম খুলেছেন শ্রাবন্তী। নাম রেখেছেন ‘ফিটনেস এম্পায়ার’। রবিবারে এই জিমের উদ্বোধন হয়। এদিন অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সকলকে তাঁর জিমে আসার আমন্ত্রণ জানান। একাধিক গুঞ্জনের মধ্যেও শ্রাবন্তীর এমন প্রয়াস সকলকে তাক লাগিয়ে দিয়েছে। শুভেচ্ছা ও অভিনন্দন পেয়েছেন অভিনেত্রী। শ্রাবন্তীর এই নতুন যাত্রায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারকা সাংসদ নুসরত জাহান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমধ্যমগ্রামের এক শপিংমলে শ্রাবন্তী তার ফিটনেস হাব খুলেছেন। শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং একজন ফিটনেস ফ্রিক মানুষ। রোশনের সঙ্গে থাকাকালীন শ্রাবন্তী রোজ নিয়ম করে শরীর চর্চা করতেন। কিন্তু গুঞ্জন উঠেছে শ্রাবন্তীর সঙ্গে রোশনের বিচ্ছেদের পর্ব। এই বছর সিঁদুর দান উৎসব হোক বা পুজো কোন অনুষ্ঠানেই শ্রাবন্তী-রোশনকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাঁর ইন্সটাগ্রাম থেকে সব ছবি ডিলিট। টলিপাড়া এখন শ্রাবন্তীর বর্তমান স্ট্যাটাস নিয়ে সরগরম। ঠিক তখনই মধ্যমগ্রামে খোলা হল এক বিরাট জিম।