Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রাবন্তীর সাথে ঘর বাঁধতে না পারায় স্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ বললেন রোশন

রোশন সিংহ এবং শ্রাবন্তী চ্যাটার্জি। একদিন প্রেমের জোয়ারে গা ভাসিয়েছিলেন। এক বছর প্রেম করতে করতে হঠাৎ ঠিক করেন বিয়ে করে সংসার করবেন।কথামতো শুধুমাত্র বাড়ির সদস্যদের উপস্থিতিতেই পাঞ্জাবী মতে গুরুদ্বারে পাঞ্জাবি…

Avatar

By

রোশন সিংহ এবং শ্রাবন্তী চ্যাটার্জি। একদিন প্রেমের জোয়ারে গা ভাসিয়েছিলেন। এক বছর প্রেম করতে করতে হঠাৎ ঠিক করেন বিয়ে করে সংসার করবেন।কথামতো শুধুমাত্র বাড়ির সদস্যদের উপস্থিতিতেই পাঞ্জাবী মতে গুরুদ্বারে পাঞ্জাবি রোশনের সাথে বঙ্গ তনয়ার বিয়ে সম্পন্ন হয়। রোশনের এই বিয়ে প্রথম হলেও শ্রাবন্তীর ছিল এটি তৃতীয় বিয়ে। রোশন সব জেনেই ঝিনুককে নিয়ে শুরু করেন নিজেদের সুখের সংসার। কিন্তু বিয়ের দেড় বছরের মাথায় দুজন আলাদা হয়ে যান। আলাদা থাকাও শুরু করেন।

একে অপরকে সোশ্যাল মিডিয়াতে আনফলো করে দিয়েছিলেন। তবে দুজনেই এই সোশ্যাল মিডিয়াতে একে অপরকে প্রকাশ্য বাকতন্ডিতা করতে ছাড়েননি। কখনো সরাসরি কিছু বলেননি, তবে ঘুরিয়ে যা বলতেন তা সকলেই বুঝে যেতেন দুজন দুজনকে উদ্দেশ্য করে বলছেমলন৷ শনিবার ফের রোশন সিং নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে স্ত্রীকে খোঁচা মারলেন। এবার নিজের স্ত্রীকে সরাসরি বিশ্বাসঘাতক বললেন। তবে শ্রাবন্তীর নাম মেনশন করেননি, ঘুরিয়ে এবারেও বললেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছন রোশন যেখানে লেখা রয়েছে, ‘Cheating is easy… try something more Challenging like being Faithful.’ যার বাংলা অর্থ হল ‘বিশ্বাসঘাতকতা করা খুব সহজ এবার কিছু বেশি চ্যালেঞ্জিংও ট্রাই করো। যেমন কারও বিশ্বাসভাজন হওয়া।’ এই কথা অন্য কাউকে উদ্দেশ্য করেননি তা ভালোই বোঝা যাচ্ছে। তবে অভিনেত্রীর সাথে রোশনের বিচ্ছেদের কারণ এখন ও প্রকাশ্যে কেউ বলেননি।

শ্রাবন্তীর সাথে ঘর বাঁধতে না পারায় স্ত্রীকে 'বিশ্বাসঘাতক' বললেন রোশন

তবে কিছুদিন আগে শ্রাবন্তীর সঙ্গে নতুন করে সংসার করার আশায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশন। তবে শ্রাবন্তী বোধহয় তৃতীয় স্বামীর সঙ্গে আর থাকতে চান না বলে তৃতীয় স্বামীর আশায় জল ঢেলে দিয়েছেন। দু’জন একসাথে থাকবে কিনা তা চলতি মাসের শুনানিতে জানা যাবে। গত রবিবার রোশন আরও একটি ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় একটি কন্ডোমের ছবি রয়েছে। এক পুরুষ সেই কন্ডোম মহিলাকে দিচ্ছেন। আর তাতে এক ছোট্ট ভ্রূণর অস্তিত্ব রয়েছে। এমন দৃশ্যেই রোশন লিখেছেন, “ছবিটির মধ্যেই গভীর অর্থ লুকিয়ে রয়েছে।” ছবিটিকে গর্ভধারণের প্রতীক বলে মনে করছেন অনেকে। কিন্তু কার গর্ভধারণের কথা বলতে চাইছেন রোশন তা জানা যায়নি? শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই কি একথা বললেন এমন প্রশ্নও উঠছে নেটদুনিয়ায়।

এই সব ঘটনার মধ্যেই আবার টলি টাউনে শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন। চতুর্থ বার প্রেম করছেন শ্রাবন্তী। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবন্তী। শোনা গিয়েছে, বিধানসভা ভোটের আগেই দু’জনের সম্পর্কের সূত্রপাত। শ্রাবন্তীর প্রচারসঙ্গীও হিসেবে অভিরূপকে দেখা গিয়েছ। শ্রাবন্তীর আবাসনেরই প্রতিবেশি এই চর্চিত প্রেমিক। সম্প্রতি সপরিবারে শ্রাবন্তীর ফ্ল্যাটেই নতুন প্রেমিক অভিরূপের জন্মদিন সেলিব্রেশন৷ হয়। তৃতীয় বিয়ে আর চতুর্থ বার প্রেমে পড়া নিয়ে অভিনেত্রীকে নিয়ে নানান কটাক্ষের মুখে পড়তে হয়। তবে এসব কটাক্ষকে অদেখা করে নিজের কাজেই ফোকাস রেখেছেন। সম্প্রতি কলকাতা থেকে দিল্লিতে একড়ি মিউজিক ভিডিও শ্যুটের জন্য ছেলে ও ছেলের বান্ধবীর সাথে পাড়ি দিয়েছেন।

About Author