Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা সচেতনতা বাড়াতে মাস্ক পরার ভিডিও শেয়ার করলেন শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তীকে এতদিন দেখা গেছে,নিজের ছেলে অভিমন্যুর সাথে ছবি শেয়ার করতে অথবা নিজের স্বামী রোশনের সাথে অন্তরঙ্গ ছবি শেয়ার করতে। কিন্তু এবার শ্রাবন্তী ধরা দিলেন সম্পূর্ণ অন্য ভূমিকায়। তাঁর ইন্সটাগ্রামে…

Avatar

অভিনেত্রী শ্রাবন্তীকে এতদিন দেখা গেছে,নিজের ছেলে অভিমন্যুর সাথে ছবি শেয়ার করতে অথবা নিজের স্বামী রোশনের সাথে অন্তরঙ্গ ছবি শেয়ার করতে। কিন্তু এবার শ্রাবন্তী ধরা দিলেন সম্পূর্ণ অন্য ভূমিকায়। তাঁর ইন্সটাগ্রামে তিনি এবার শেয়ার করলেন জনসচেতনতা মূলক ভিডিও। সেই ভিডিওতে শ্রাবন্তী বলেন যে,শুটিং করতে গিয়ে তাঁদেরও অসুবিধা হয় মাস্ক পরতে।কখনো মেকআপ উঠে যায়। কখনো মানুষকে চিনতে পারা যায় না।কিন্তু তবু তাঁরা সবাই মাস্ক পরে শুটিং করছেন নিজেদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে।শ্রাবন্তী সবাইকে অনুরোধ করেন মাস্ক পরার জন্য।তিনি তাঁর এই প্রচারকে ‘কোভিড গান্ধীগিরি’ বলেছেন।তাঁর এই ভিডিওটি নেটিজেনদের পছন্দ হয়েছে।

প্রসঙ্গত প্রাক্তন স্বামী রাজীবের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদের পর তিনি বিয়ে করেন মডেল কৃষ্ণ বিরাজকে।কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়।এর কিছুদিন পরে শ্রাবন্তীর সাথে আলাপ হয় রোশনের। রোশন পেশায় একজন কেবিন-ক্রু।শ্রাবন্তী তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন রোশনের সঙ্গে। তিনবার বিয়ে করার ফলে ট্রোলড হন শ্রাবন্তী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেটিজেনরা বলতে থাকেন,শ্রাবন্তী হ্যাটট্রিক করেছেন।কেউ বলেন,এবার শ্রাবন্তী স্বয়ংবর করবেন।এর উপর শ্রাবন্তী ছেলে ঝিনুকের সঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলে নিন্দনীয় হন।সবাই প্রশ্ন তোলেন,মা হয়ে শ্রাবন্তী কি করে তাঁর ছেলের সঙ্গে এইসব পোজে ছবি তুললেন।শ্রাবন্তীর হাতে এই মুহূর্তে ফিল্মের কাজ কম থাকলেও এই জনসচেতনতা মূলক ভিডিওর কারণে আবারও প্রচারের শিরোনামে উঠে এলেন তিনি।

About Author