উল্লেখ্য, খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’ ছবিটি। এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জী। এর আগে একসাথে অভিনয় করলেও জুটি বাঁধতে দেখা যায়নি তাদের। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যার মধ্যে এই সমস্ত ভৌতিক ঘটনা কিংবা ভূত একটা বড় টুইস্ট আনবে, তা বলাই বাহুল্য। এই সমস্ত ঘটনার পরেও বড়পর্দায় স্বামীর সাথে কি হবে অভিনেত্রীর ইকুয়েশন! সেইসমস্ত বিষয়ে জানতে গেলে আরো একটু ধৈর্য্য ধরতে হবে দর্শকদের। আগামী ২৭’শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ওম-শ্রাবন্তী অভিনীত এই ছবি।
Srabanti Chatterjee: পরিবারে নতুন সদস্য, আবেগে ভাসলেন অভিনেত্রী শ্রাবন্তী
কারণে-অকারণে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় শ্রাবন্তী চ্যাটার্জীকে। তিনি নিজের ব্যক্তিগত জীবনের সূত্র ধরেই বেশি চর্চায় থাকেন। আর যার জন্য অনেকসময় নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয়…

আরও পড়ুন