Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃতীয় বিয়ে ভাঙন, স্বামী রোশনকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

টলিটাউনের এই মুহূর্তের অন্যতম বড় খবর হলো অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্য ভাঙন। এর মধ্যেই তাঁর আপকামিং ফিল্ম ‘ছবিয়াল’-এর প্রোমোশনের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু সাংবাদিক…

Avatar

টলিটাউনের এই মুহূর্তের অন্যতম বড় খবর হলো অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্য ভাঙন। এর মধ্যেই তাঁর আপকামিং ফিল্ম ‘ছবিয়াল’-এর প্রোমোশনের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু সাংবাদিক তাঁকে তাঁর ও রোশনের দাম্পত্য সম্পর্কের ভাঙনের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতে চাননি। উপরন্তু ক্যামেরার সামনে থেকে সরে যান শ্রাবন্তী। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী ও শাশ্বত চ্যাটার্জি অভিনীত ফিল্ম ‘ছবিয়াল’। এই ফিল্মে শ্রাবন্তীকে দেখা যাবে আপাদমস্তক বাঙালি বৌ-এর চরিত্রে।

30 শে নভেম্বর থেকে স্টার জলসায় শুরু হয়েছে জনপ্রিয় গেম শো ‘সুপারস্টার পরিবার সিজন 2’। এই শো-টি সঞ্চালনা করছেন শ্রাবন্তী। এর আগেও এই শো-টির সিজন-1 -এও সিঁথিতে সিঁদুর, মুখে মিষ্টি হাসি ও সম্পূর্ণ বাঙালি লুকে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন শ্রাবন্তী। তাঁর সুন্দর উপস্থিতি ও সঞ্চালনার কারণে শোয়ের টিআরপি যথেষ্ট বেশী ছিল। ফলে শোয়ের দ্বিতীয় সিজন-এও চ্যানেল কর্তৃপক্ষের মূল পছন্দ ছিলেন শ্রাবন্তী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টলিটাউনে এইসময় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্যে চিড় ধরার কথা শোনা গেলেও তাঁদের মনোমালিন্যের কারণ সম্পর্কে জানা যাচ্ছে না। বহুদিন ধরেই তাঁরা আলাদা থাকছেন। শ্রাবন্তী বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন নিজের ছেলে অভিমন্যু ও পোষ্যদের নিয়ে। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে। লকডাউনের সময় শ্রাবন্তী নিজের মতো করে পারিবারিক মুহূর্ত কাটিয়েছেন। সেই সময় হাউজমেড না থাকার কারণে শ্রাবন্তী নিজেই বাড়ির সব কাজ করেছেন। কিন্তু তার মধ্যেও ছেলে অভিমন্যুকে নিত্যনতুন রান্না করে খাইয়েছেন। এই সবকিছুর মধ্যেই শ্রাবন্তী ইন্সটাগ্রামে একটি বিশেষ পোস্ট করে লিখেছিলেন, তাঁকে ভাঙার ক্ষমতা কারো নেই। বরং তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। শ্রাবন্তীর এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছিল । নেটিজেনদের একাংশ কৌতূহল প্রকাশ করেছিলেন শ্রাবন্তীর এই পোস্ট নিয়ে। প্রকৃতপক্ষে, এই পোস্টটি ছিল শ্রাবন্তীর কেরিয়ারের ইঙ্গিতবাহী পোস্ট। কারণ এই পোস্টের পরই ঘোষণা হয় ‘সুপারস্টার পরিবার সিজন-2’-এর। মুহূর্তে শ্রাবন্তীর হাতে সেরকম কোনো ফিল্ম নেই। কিছু দিন আগে শ্রাবন্তী নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন। এবার অনায়াসেই বোঝা যাচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রি পেতে চলেছে  একজন এন্টারটেইনার উদ্যোগপতি শ্রাবন্তী চ্যাটার্জিকে। শ্রাবন্তী আরও একবার বার্তা দিলেন, তিনি সত্যিকারের সুপারস্টার।

About Author