Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জীবাণুনাশক ছড়ালে করোনা মরবে না, সতর্কবার্তা দিল WHO

করোনা আটকাতে স্যানিটাইজেশন করার প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুললো WHO. স্যানিটাইজেশন করার জন্য ব্যবহার করা জীবাণুনাশক মানুষ এবং অন্যান্য প্রাণীদের জন্য খারাপ বলে জানিয়ে দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO এর…

Avatar

করোনা আটকাতে স্যানিটাইজেশন করার প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুললো WHO. স্যানিটাইজেশন করার জন্য ব্যবহার করা জীবাণুনাশক মানুষ এবং অন্যান্য প্রাণীদের জন্য খারাপ বলে জানিয়ে দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, “করোনা আটকাতে যেভাবে এখানে সেখানে জীবাণুনাশক ছড়িয়ে স্যানিটাইজেশন করা হচ্ছে তা অর্থহীন। এতে করে করোনা তো মরেই না, উল্টে সাধারণ মানুষ, পশুপাখিদের ক্ষতি হয়। কোনোভাবেই কোনো ব্যক্তির উপর জীবাণুনাশক ছড়ানো উচিত নয়, বিশেষত ক্লোরিন বা অন্য কোনো টক্সিক তো নয়ই। এই উপাদান গুলি মানুষের চোখ ও ত্বকের ক্ষতি করে।”

WHO এর তরফে আরও বলা হয়েছে যে, এই ভাবে জীবাণুনাশক ছড়ালে একজন মানুষের শরীর থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা একটুও কমে না। WHO এর মতে, যেখানে সেখানে জীবাণুনাশক ছড়িয়ে এই ভাইরাস মারা যায়না। খালি জায়গায় জীবাণুনাশক ছড়ালে সেখানকার ধুলোতে জীবাণুনাশকের উপদানগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে জীবাণুনাশকের কর্মক্ষমতা অনেকটাই কমে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি ধুলো নাও থাকে তবুও এতো কম সময়ের মধ্যে জীবাণুনাশকের পক্ষে ছড়িয়ে পড়ে ভাইরাস মারা সম্ভব নয়। এমনটাই বিবৃতিতে জানিয়েছে WHO.না বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সতর্কবার্তা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া নিয়েই প্রশ্নচিহ্ন তুলে দিলো। স্যানিটাইজ প্রক্রিয়া যে শুধুমাত্র মানুষ এবং অন্যান্য প্রাণীদের স্বাস্থ্যেরই ক্ষতি করছে একথা স্পষ্ট করে দিলো WHO.

About Author