Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোহনবাগান দিবসে চমক, নিউইয়র্কের টাইমস স্কোয়ার জুড়ে সবুজ মেরুন

ফুটবল অন্ত প্রাণ বাঙালির অন্যতম প্রিয় মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। ঘটি - বাঙালের লড়াইয়ে পশ্চিমবঙ্গ যে দুটি ভাগে ভাগ হয়ে যায় তার অন্যতম এই মোহনবাগান। ক্লাবকে ঘিরে বঙ্গবাসীর উন্মাদনার শেষ নেই।…

Avatar

ফুটবল অন্ত প্রাণ বাঙালির অন্যতম প্রিয় মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। ঘটি – বাঙালের লড়াইয়ে পশ্চিমবঙ্গ যে দুটি ভাগে ভাগ হয়ে যায় তার অন্যতম এই মোহনবাগান। ক্লাবকে ঘিরে বঙ্গবাসীর উন্মাদনার শেষ নেই। প্রতি বছর ২৯ শে জুলাই এই উন্মাদনা বহুগুণ বেড়ে যায়। কারণ, এই দিন মোহনবাগান দিবস। সবুজ – মেরুন সমর্থকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। অন্যান্য দিন এই অনুষ্ঠানে সবুজ – মেরুন সদস্যদের সঙ্গে আন্দোলিত হয় গোটা বাংলা। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা।

করোনা আবহে ওলটপালট হয়ে গেছে গোটা পৃথিবীর নিয়মকানুন। ব্যতিক্রম নয় বাংলাও। করোনা বিধি মেনে চলতে গিয়ে সমস্ত প্রিয় বিষয়গুলোকেই বদলে দিতে হচ্ছে। এই অবস্থায় আজ ২৯ শে জুলাই মোহনবাগান দিবসে মনখারাপ সবুজ – মেরুন সমর্থকদের। তবে, এই মনখারাপ কিছুটা হলেও লাঘব করবে মোহনবাগানের অভিনব উদ্যোগ। নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ড জুড়ে সারাদিন ধরে শুধুই মোহনবাগানের। যা সমর্থকদের মধ্যে খুশির জোয়ার এনেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনার কারণে এবার মোহনবাগান দিবসের সমগ্র অনুষ্ঠান ভার্চুয়াল ভাবে পালিত হচ্ছে। তবে ভার্চুয়াল অন্য মাত্রা যোগ করেছে নিউইয়র্কের টাইমস স্কোয়ার। আজ সারাদিন ধরে টাইমস স্কোয়ারের বিলবোর্ড জুড়ে শুধুই মোহনবাগান। মোহনবাগানের অতীত ঐতিহ্য থেকে বর্তমান সাফল্য তুলে ধরা হচ্ছে সমস্ত কিছুই। সবুজ – মেরুনের বিভিন্ন টুকরো স্মৃতি, বিভিন্ন তথ্য ও ছবি ফুটে উঠছে এই বিলবোর্ডে। যা মোহনবাগান সমর্থক থেকে ক্লাব কর্তাদের অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

About Author