ফের অপমানিত বোধ করলেন রাজ্যপাল। তার অভিযোগ, এদিন রাজ্য বাজেট সম্পর্কিত বক্তব্য রাখার সময় তাকে লাইভ দেখানো হয়নি। অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট সম্পর্কিত বক্তব্য লাইভ দেখানো হলেও তাকে বিশেষ পাত্তা দেওয়া হল না বলে তিনি অভিযোগ করেছেন। এদিন রাজ্য বাজেটের অধিবেশন ছিল। সেই অধিবেশনে তৃনমুল দ্বিতীয় বার ক্ষমতায় প্রথমবার বাজেট পেশ করেছে। এদিন রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখে দেওয়া বয়ানই পড়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু তার সেই বক্তৃতা লাইভ দেখানো না হওয়ায় তিনি কিঞ্চিৎ ক্ষুব্ধ।
সোমবার ট্যুইট করে ধনখড় প্রশ্ন করেন, “এমন ধরণের আচরণ কি মেনে নেওয়া যায়? রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে এমন ব্যবহার তার প্রতি করা কি অসহিষ্ণুতা নয়? এরপর তিনি অভিযোগের সুরে বলেন, ‘আমার মনে হয় সংবাদমাধ্যম ও জণগণ এটা নীরব দর্শকের মতো মেনে নেবে না।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুত ফ্রীতে দেবে রাজ্য সরকার, বাজেটে বড় ঘোষণা
এখানেই শেষ নয়। রাজ্য সরকারকে আক্রমণ করতে সংবিধানের ধারা উল্লেখ করেন। এবং লেখেন, ‘সংবিধানের ১৭৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাজেটের আগে রাজ্যপালের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই গুরুত্বপূর্ণ ভাষণ রাজ্যপালের লাইভ দেখানো হয়নি। এমনকী মিডিয়াকেও বিধানসভার ভিতরে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। অথচ অর্থমন্ত্রীর বক্তব্যের সময় তার বাজেট ভাষণ লাইভ দেখানো হল।”