টেক বার্তা

180km রেঞ্জ নিয়ে আলোড়ন সৃষ্টি করতে আসছে Electric Hero Splendor, দাম জানলে খুশি হবেন

Advertisement
Advertisement

পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দাম দেখে ভারতের বৃহত্তম টু-হুইলার সংস্থা হিরো মোটোকর্পও ইলেকট্রিক টু-হুইলার তৈরির কাজ করছে। এর আগে কোম্পানি একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিরোর এই ইলেকট্রিক বাইকে ৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থাকতে পারে। এ ছাড়া ২ কিলোওয়াট আওয়ারের একটি এক্সট্রা ব্যাটারি প্যাকও দেওয়া হবে, যা কম ব্যবহার হবে। বিভিন্ন ভ্যারিয়েন্ট দেওয়া হবে, যার রেঞ্জও আলাদা আলাদা থাকবে।

Advertisement
Advertisement

যদিও আলোচনায় প্রবলভাবে থাকা এই বাইক সম্পর্কে এখনও কোনও অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। কোম্পানি ইলেকট্রিক বাইক সম্পর্কে প্রকাশ্যে কোনো ঘোষণা আপাতত করেনি। তবে অনেকে মনে করছেন যে ইলেকট্রিক রূপ দেওয়া হতে পারে হিরো Hero Splendor বাইকটিকে। Splendor কোম্পানির অন্যতম জনপ্রিয় বাইক।

Advertisement

Hero electric bike

Advertisement
Advertisement

কেউ কেউ এটাও অনুমান করতে শুরু করে দিয়েছেন যে বিভিন্ন ভ্যারিয়েন্টের রেঞ্জ হবে ১২০ থেকে ১৮০ কিলোমিটার/চার্জ। চার্জিংয়ের জন্য, আপনাকে পেট্রোল ট্যাঙ্কের পরিবর্তে একটি চার্জিং পোর্ট দেওয়া হবে। এখনও পর্যন্ত এই বাইকটি ভারতে লঞ্চ করার বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি, যদিও এর একমাত্র রেন্ডার মডেলটি চালু করা হয়েছে। এই ইলেকট্রিক বাইকের দামও ১ লক্ষ থেকে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Advertisement

Related Articles

Back to top button