Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Special Trains: শেষ দফার ভোটে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, বিশেষ উদ্যোগ রেলের

আগামী ১ লা জুন, শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) রয়েছে দেশ জুড়ে। দেশের আটটি রাজ্যের মোট ৫৭ টি আসনে শেষ দফার ভোটগ্রহণ হবে এদিন। বাংলায় কলকাতা, দমদম, যাদবপুর…

Avatar

By

আগামী ১ লা জুন, শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) রয়েছে দেশ জুড়ে। দেশের আটটি রাজ্যের মোট ৫৭ টি আসনে শেষ দফার ভোটগ্রহণ হবে এদিন। বাংলায় কলকাতা, দমদম, যাদবপুর সহ একাধিক কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। তাই এদিন ভোট কর্মীদের সুবিধার জন্য কিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের তরফে। শিয়ালদহ ডিভিশনে কয়েকটি বিশেষ ট্রেন (Special Train) চলবে এদিন।

রাজ্যে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, যাদবপুর, ডায়মন্ডহারবার, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর কেন্দ্রগুলিতে রয়েছে আগামী শনিবার ভোটগ্রহণ। তাই আগামী ১ এবং ২ জুন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকের সুপারিশে শিয়ালদহ ডিভিশনে চালানো হবে বিশেষ ট্রেন। জানা গিয়েছে, মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং, নামখানা থেকে শিয়ালদহ দক্ষিণে কিছু ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভোট কর্মীদের সুবিধার জন্য ১ লা এবং ২ রা জুন দুদিন কিছু বিশেষ ট্রেন চালানো হবে শিয়ালদহ ডিভিশনে। ১ জুন রাত ১১ টা ৪৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে নামখানা শিয়ালদহ স্পেশাল যা শিয়ালদহ পৌঁছাবে ২ জুন রাত ২ টো ২০ মিনিটে। ২ জুন রাত ১ টায় ডায়মন্ড হারবার থেকে ছাড়বে ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল যা রাত ২ টো ২৭ মিনিটে পৌঁছাবে শিয়ালদহ স্টেশনে।

২ জুন রাত ১ টায় ক্যানিং থেকে ছাড়বে ক্যানিং শিয়ালদহ স্পেশাল যা শিয়ালদহ পৌঁছাবে রাত ২ টো ৫ মিনিটে। এই স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে। পাশাপাশি ৩৪১৬৫ বজবজ শিয়ালদহ ইএমইউ লোকাল ২ জুন রাত ১২ টা ০৫ এর বদলে বজবজ থেকে ছাড়বে রাত ১২ টায়। ভোটের কাজ শেষ করে যাতে রাতেও ভোট কর্মীদের বাড়ি ফিরতে সমস্যা না হয় সে কারণেই এই স্পেশাল ট্রেনগুলির বন্দোবস্ত করা হয়েছে।

About Author