কলকাতানিউজরাজ্য

দেশের পাশাপাশি রাজ্যে চলবে আরও ৬৬টি স্পেশাল ট্র্রেন

Advertisement
Advertisement

পুজোর মধ্যে ভারতের পাশা পাশি রাজ্যেও চলবে মোট ৬৬ টি ট্রেন। ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৯২ টি বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আগে থেকেই বলা হয়েছিলো পুজোর মধ্যে অনেকেই ঘুড়তে যান, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই চালানো হবে বাড়তি ট্রেন।

Advertisement
Advertisement

ভারতীয় রেল বিভিন্ন জোনে আরও ৩৯ জোড়া নতুন ট্রেন‌ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জেনারেল এসি এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী ও দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। যেখানে দূরপাল্লার ট্রেনের ভাড়ার থেকে ১০-৩০ শতাংশ বেশি। পুজোর মধ্যে মোট ২০০টি ট্রেন চালানোর কথা ছিল, হাওড়া শিয়ালদহ থেকে ট্রেন ছাড়া নিয়ে ইতিমধ্যেই পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ওই রেলের প্রিন্সিপাল চিফ অপেরেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছেন।

Advertisement

এতে যাত্রী সুবিধার পাশাপাশি ওই ট্রেনগুলি চালালে প্রচুর পরিমাণে টাকা আসবে রেলের কাছে, এমনটাও এই চিঠিতে বলা হয়েছে। জানা গিয়েছে ৩৯টি স্পেশাল ট্রেনের মধ্যে ২৬টি ট্রেনেই থাকবে স্লিপার কোচ এবং বাকি ১৩টিতে শুধু বসে যাত্রার ব্যবস্থা থাকবে, আবার এর মধ্যে ১৫টি ট্রেন সপ্তাহে একদিন চলবে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে আগামি ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা এই বিশেষ ট্রেনের বেশ কয়েকটিই নিয়মিত ছাড়বে কলকাতা, শিয়ালদহ, নিউজ জলপাইগুড়ি স্টেশন থেকে।জানানো হয়েছে মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় ১০-৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির টিকিটের ক্ষেত্রে ১০ শতাংশ ‘বিশেষ চার্জ’ ধার্য করা হয়।

Advertisement

Related Articles

Back to top button