Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লোকাল ট্রেনে এবার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য আলাদা কামরা, রেলের নজিরবিহীন সিদ্ধান্ত

দীর্ঘদিন ধরেই অফিস টাইমে ঠাসাঠাসি ভিড়ে লোকাল ট্রেনে যাতায়াত করা এক দুঃস্বপ্ন হয়ে উঠেছিল অনেক প্রবীণ যাত্রীর কাছে। দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, অনেক সময় সঠিকভাবে ট্রেনে উঠতেই সমস্যা হত।…

Avatar

দীর্ঘদিন ধরেই অফিস টাইমে ঠাসাঠাসি ভিড়ে লোকাল ট্রেনে যাতায়াত করা এক দুঃস্বপ্ন হয়ে উঠেছিল অনেক প্রবীণ যাত্রীর কাছে। দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, অনেক সময় সঠিকভাবে ট্রেনে উঠতেই সমস্যা হত। সেই সমস্যা কাটাতেই এবার অভিনব পদক্ষেপ নিল রেল। প্রবীণ নাগরিকদের জন্য লোকাল ট্রেনে আনা হচ্ছে আলাদা কামরা।

সেন্ট্রাল রেলওয়ের তরফে তৈরি করা হয়েছে দেশের প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) রেক, যা সম্পূর্ণরূপে সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে তৈরি। আপাতত এই বিশেষ কামরা শুধুমাত্র মুম্বইয়ের সাবার্বান নেটওয়ার্কে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, প্রবীণ যাত্রীদের প্রতিক্রিয়া বুঝে তবেই দেশের অন্য শহরেও এই রেক চালু করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিশেষ ডিজাইন, বাড়তি নিরাপত্তা

এই কামরাগুলিকে সহজে চিহ্নিত করার জন্য আলাদা ভিনাইল ডিজাইন ব্যবহার করা হয়েছে। কামরার ভিতরে বসার সুবিধাও বদলানো হয়েছে। দুই ও তিন জনের জন্য আলাদা বেঞ্চ রাখা হয়েছে যাতে আরামদায়কভাবে বসা যায়। দরজার সামনে ভারসাম্য রাখতে বসানো হয়েছে অতিরিক্ত হ্যান্ডেল, যা অপেক্ষাকৃত নিচে রাখা হয়েছে যাতে প্রবীণ নাগরিকরা সহজেই ধরতে পারেন।

দুই দরজাতেই থাকবে ইমার্জেন্সি ল্যাডার। ফলে উঠতে এবং নামতে কোনো অসুবিধা হবে না। এসবের সঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই কামরাগুলির উপরে ফিডব্যাক নেওয়া হবে এবং প্রয়োজনে আরও পরিবর্তন আনা হবে।

টিকিটেও মিলবে ছাড়

শুধু আলাদা কামরা নয়, প্রবীণ নাগরিকদের জন্য টিকিটের ক্ষেত্রেও বড়সড় ছাড় ঘোষণা করেছে রেল। এখন থেকে পুরুষ প্রবীণ যাত্রীদের ক্ষেত্রে ৬০ বছর বা তার বেশি বয়স হলে তাঁরা ৪০% ছাড় পাবেন ট্রেন টিকিটে। আর মহিলা যাত্রীদের বয়স যদি ৫৮ বছরের বেশি হয়, তবে মিলবে ৫০% ছাড়।

রেলের এই উদ্যোগে খুশি অনেক প্রবীণ নাগরিক। তাঁদের মতে, এই ব্যবস্থা শুধু আরামই নয়, নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণ যাত্রীদের জন্য কী পরিকল্পনা?

সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, “এটাই প্রোটোটাইপ। ভবিষ্যতে অন্য বয়সের যাত্রীদের কথা মাথায় রেখে নতুন সুবিধা চালু করা হবে।”

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

১. কোথায় প্রথম চালু হয়েছে প্রবীণদের জন্য আলাদা ট্রেন কামরা?
মুম্বইয়ের সেন্ট্রাল সাবার্বান নেটওয়ার্কে পরীক্ষামূলকভাবে এই কামরা প্রথম চালু করা হয়েছে।

২. কীভাবে চেনা যাবে এই কামরা?
বিশেষ ভিনাইল ডিজাইন এবং আলাদা রঙের মাধ্যমে কামরাগুলিকে চিহ্নিত করা হবে।

৩. প্রবীণরা টিকিটে কী পরিমাণ ছাড় পাচ্ছেন?
পুরুষ প্রবীণদের জন্য ৪০% ও মহিলা প্রবীণদের জন্য ৫০% টিকিট ছাড় দেওয়া হচ্ছে।

৪. এই পরিষেবা কি অন্যান্য শহরেও মিলবে?
বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সফল হলে দেশের অন্যান্য শহরেও চালু হতে পারে।

৫. কামরায় কী ধরনের বিশেষ সুবিধা থাকবে?
নিচু হ্যান্ডেল, ইমার্জেন্সি ল্যাডার, বেশি বসার জায়গা ও ভারসাম্য রক্ষার জন্য অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে।

About Author