তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন দীর্ঘ দেড় বছর আগে ২০১৯ এর ১৪ আগস্ট। সেই দেড় বছর ধরে বেশকিছু ওঠাপড়ার সাক্ষী থেকেছে শোভন চট্টোপাধ্যায় ( Sovan Chaterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় ( Baishakhi Banerjee) । অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এবারে পথে নামতে চলেছেন শোভন-বৈশাখী জুটি। বিজেপির কলকাতা জোনের দায়িত্ব গ্রহণ করে তারা স্বভাবতই অত্যন্ত খুশি। এবং তারা পূর্ণ শক্তি নিয়ে এবারে বিজেপির হয়ে পথে নামতে চলেছে ন।
সূত্রের খবর, সোমবার শোভন এবং বৈশাখী সমর্থনে আলিপুরের ৭৪ নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল বেরোবে। সেই মিছিল হবে সম্পূর্ণরূপে শোভন এবং বৈশাখী কে কেন্দ্র করে। ওই মিছিলে সম্পূর্ণরূপে হুডখোলা গাড়িতে দেখা যাবে শোভন এবং তার বন্ধু বৈশাখীকে। আলিপুর থেকে সোজা মুরলিধর লেন পর্যন্ত সেই মিছিল পৌঁছাবে। শোভন এবং বৈশাখী একসাথে আশায় বর্তমানে মুরলীধর লেনে একেবারে সাজ সাজ রব। বিজেপির রাজ্য সদরদপ্তর একেবারে ঢেলে সাজানো হয়েছে দুজনকে আমন্ত্রণ জানানোর জন্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেড় বছর ধরে বিজেপিতে যোগদান করলেও খুব একটা সুবিধা ছিলেন না শোভন এবং বৈশাখী। দুজনের সঙ্গে বিজেপির বেশ কিছুটা দ্বন্দ্ব এবং অভিমানের পালা চলছিল বেশ কয়েকদিন ধরে। তবে এবারে মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছুটা গুরুত্ব দিয়ে দেখতে চলেছে বিজেপি নেতৃত্ব। এই কারণেই, দীর্ঘদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল এবার এই জুটি পেতে চলেছে একটি বড় পদ।
যেমন কথা তেমন কাজ, গত ২৭ ডিসেম্বর কলকাতা জোনের পর্যবেক্ষকের দায়িত্ব গ্রহণ করেন শোভন চট্টোপাধ্যায়। তার সাথেই সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, কলকাতার ৫১টি আসন জয় করার উদ্দেশ্যে শোভন চট্টোপাধ্যায়কে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি।