বলিউডবিনোদন

South Actor: সাউথের এই সুপারস্টাররা যখন সিনেমায় সাহসী চুম্বনের দৃশ্য দিয়েছেন, ছবি দেখলে অবাক হবেন

×
Advertisement

বর্তমান যুগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি নিজের প্রভাব বিস্তার করেছে গোটা বিশ্বে। দক্ষিণী অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রির প্রায় সমস্ত তারকারাই এখন এক বিপুল পরিচিতি অর্জন করেছে সাধারণের মাঝে। আগের থেকে দক্ষিণী ছবির মান বেড়ে গিয়েছে অনেকটাই। বক্সঅফিসে বিশ্বের বাজারে বলিউডকেও টেক্কা দিচ্ছে দক্ষিণী ছবি। সেক্ষেত্রে বলা চলে শুধুমাত্র বলিউডের পর্দায় নয়, টলিউডের অভিনেতারাও পর্দায় দিয়েছেন সাহসী চুম্বনের দৃশ্য। সম্প্রতি সেই প্রসঙ্গেই চর্চা চলছে মিডিয়ার পাতায়। সেই সূত্রেই নাম উঠে এসেছে বেশ কয়েকজন দক্ষিণী অভিনেতার। জেনে নিন।

Advertisements
Advertisement

১) আল্লু অর্জুন: ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিতে অভিনয় করার পর থেকে আল্লু অর্জুন নিজের জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন বিশ্বের মঞ্চে। ছোট থেকে বড় সকলেই তাকে দেখে মুগ্ধ। পর্দায় চুম্বনের দৃশ্যে দেখা মিলেছে তার। ‘বেদ’ ছবিতে দীক্ষা শেঠের সাথে ও ‘আর্য ২’তে কাজল আগারওয়ালের সাথে সাহসী চুম্বনের দৃশ্যে দেখা মিলেছে তার।

Advertisements

২) মহেশবাবু: টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অ্যাকশন হিরো মহেশবাবু। টলিউডের প্রিন্সও বলা হয় তাকে। ‘ননী’ ছবিতে বলিউডের আমিশা প্যাটেল ও কাজল আগারওয়ালের সাথে আবেগঘন চুম্বনের দৃশ্যে মিলেছে অভিনেতার।

Advertisements
Advertisement

৩) বিজয় দেবারাকোন্ডা: এই মুহূর্তে দাঁড়িয়ে বিজয় দেবারাকোন্ডা বহু মহিলার ক্রাশ। তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন সকলেই। খুব অল্পসময়ের মধ্যেই সাধারণের মাঝে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতেও তার বেশ সুনাম রয়েছে। রশ্মিকা মন্দনার সাথে সম্পর্কের কথা শিকার না করলেও বারবার নাম জড়িয়েছে তাদের। পর্দাতেও ‘ডিয়ার কমরেড’ ছবিতে গভীর চুম্বনের দৃশ্যে দেখা মিলেছে রশ্মিকা ও দেবারাকোন্ডার। পাশাপাশি ‘অর্জুন রেড্ডি’ ছবিতে শালিনী পান্ডের সাথেও চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

৪) প্রভাস: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার তিনি। তার অভিনীত ‘বাহুবলি’ গোটা বিশ্বের বাজারে এক বিপুল অঙ্কের ব্যবসা করেছিল। পেয়েছিল এক বিপুল জনপ্রিয়তাও। সেই ছবিতেই দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির সাথে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি বলিউডের ‘শাহ’ ছবিতে শ্রদ্ধা কাপুরের সাথেও চুম্বনের দৃশ্যে দেখা মিলেছিল তার।

৫) থালাপতি বিজয়: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার তিনি। তার অভিনীত প্রায় সব ছবিই ব্লকবাস্টার হিট। ‘থেরি’ ছবিতে সামান্থা রুথ প্রভুর সাথে অভিনেতাকেও চুম্বনের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল।

৬) কমল হাসান: বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা ছিলেন কমল হাসান। বর্তমানে তার মেয়ে শ্রুতি হাসানও ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একটা সময়ে অভিনেতা একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। এখনো দর্শক মাঝে নিজের জনপ্রিয়তা কায়েম রেখেছেন তিনি। তবে তিনিও একাধিক ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন। ‘পুন্নাগাই’ ছবিতে রেখার সাথে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তবে পরবর্তীকালে অভিনেত্রী জানিয়েছিলেন, সেই দৃশ্য অপরিকল্পিত ছিল।

Related Articles

Back to top button