Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সৌরভ-ত্বরিতার রিসেপশনের মেনু ফাঁস করলেন সন্দীপ্তা, রাজকীয়তায় পূর্ণ হল অনুষ্ঠান

অভিনেতা সৌরভ ব্যানার্জি(sourav Banerjee) ও অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি (Twarita chatterjee)-এর বিয়ে ও রিসেপশন সদ্য শেষ হয়েছে। কিন্তু ত্বরিতার বন্ধু সন্দীপ্তা সেন (sandipta sen) মিস করতে শুরু করেছেন সব কিছু।  তিনি…

Avatar

অভিনেতা সৌরভ ব্যানার্জি(sourav Banerjee) ও অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি (Twarita chatterjee)-এর বিয়ে ও রিসেপশন সদ্য শেষ হয়েছে। কিন্তু ত্বরিতার বন্ধু সন্দীপ্তা সেন (sandipta sen) মিস করতে শুরু করেছেন সব কিছু।  তিনি বললেন, রিসেপশনে দেরি করে পৌঁছলেও আড্ডায় এতটুকু ঘাটতি হয়নি।  এতদিন ধরে আনন্দ করার পর সন্দীপ্তার আফশোস, আবারও সেই পুরোনো ছন্দে ফিরে কাজ শুরু করতে হবে।

কিছুদিন আগে আলিপুরের ওপেন থিয়েটার  ‘উত্তীর্ণ’ য় সৌরভ-ত্বরিতার রিসেপশন হয়েছে।  কাঠের ফ্রেমে রঙ-বেরঙের মাদুর দিয়ে সাজানো হয়েছিল ‘উত্তীর্ণ’।   রিসেপশনের দিন ত্বরিতা পরেছিলেন সোনালি রঙের লেহেঙ্গা।  সন্দীপ্তা নিজের ডিএসএলআর-এ ত্বরিতার অনেকগুলি ছবি তুলেছেন।  তবে সৌরভ-ত্বরিতার রিসেপশনের মেনু এখনও লোকের মুখে মুখে ফিরছে। সন্দীপ্তাও ব্যতিক্রম নন।  তিনি বললেন, মেনুতে ছিল, মাটন কিমা, বেবি নান, চিকেন ললিপপ, পিইস পোলাও, মাটন কষা, লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরি। সন্দীপ্তার অত্যন্ত প্রিয় পদ এটি।  তবে সন্দীপ্তার সবচেয়ে ভালো লেগেছে ডেজার্ট।  ডেজার্টের মধ্যে ছিল নলেন গুড়ের সুফলে, গরম মালপোয়া, ছোট্ট হাঁড়িতে নলেন গুড়ের আইসক্রিম।  ‘ফুডি’ সন্দীপ্তা সমস্ত ডায়েট ভুলে পাত পেড়ে খেয়েছেন সব কিছু।  এমনকি ভোলেননি বিয়েবাড়ি স্পেশ‍্যাল  পান খেতেও।  সন্দীপ্তা নবদম্পতিকে অনেক ভালোবাসা জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

16ই জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন সৌরভ ও ত্বরিতা। বিয়ের অনুষ্ঠানে ত্বরিতা পরেছিলেন সাবেকী লাল রঙের বেনারসি শাড়ি।  অপরদিকে সৌরভের পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি।  কিন্তু বিয়ের অনুষ্ঠানের সময় বাঙালি রীতি মেনে সৌরভ পরেছিলেন সাদা ধুতি ও  উত্তরীয়।  সৌরভ ও ত্বরিতার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্বরিতার ঘনিষ্ঠ বান্ধবী  সন্দীপ্তা, রাহুল (Rahul), ভাস্বর চট্টোপাধ্যায় (bhaswar chattopadhyay) সহ একঝাঁক টলি ও টেলি তারকারা।  একইসঙ্গে উপস্থিত ছিলেন সৌরভের সদ্য বিবাহিত দাদা ও উত্তম কুমারের পৌত্র গৌরব (Gaurav chatterjee)ও তাঁর স্ত্রী দেবলীনা (Devlina Kumar)।  প্রসঙ্গত,  সৌরভ ও ত্বরিতার বিয়ে উপলক্ষ্যে ভাস্বর আরও একবার সামিল হয়েছিলেন মহানায়কের বাড়ির অনুষ্ঠানে।  মহানায়কের নাতনি নবমিতা (Nabamita) ভাস্বরের প্রাক্তন স্ত্রী।  গত বছর তাঁদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

বিয়ের আগে 13 ই জানুয়ারি, আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণয় ছিল ত্বরিতা  ও অভিনেতা সৌরভ- এর সঙ্গীত অনুষ্ঠান।  ত্বরিতা ও সৌরভের সঙ্গীতেও উপস্থিত ছিলেন সন্দীপ্তা সেন , জুহি সেনগুপ্ত (juhi sengupta)রা।   সঙ্গীত অনুষ্ঠানে ত্বরিতার পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। সৌরভ ও ত্বরিতা এদিন ডুয়েট ডান্স পারফরম্যান্স করেন।  সৌরভ জানিয়েছেন, সঙ্গীতের জন্য রীতিমত নাচ প্র‍্যাকটিস করতে হয়েছে তাঁকে। পরের দিন অর্থাৎ 14 ই জানুয়ারি ছিল ত্বরিতার মেহেন্দি।  নিজের মেহেন্দির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ত্বরিতা।  যথারীতি তা ভাইরাল হয়েছে।  নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

কিছুদিন আগেই  ত্বরিতা  নিজের গ‍্যাং অফ গার্লস-এর সঙ্গে মেতেছিলেন ব্যাচেলরেট পার্টিতে। পার্টিতে সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা টি শার্ট ও হট ডেনিম শর্টসে ত্বরিতাকে যথেষ্ট সুন্দরী লাগছিল।  কলকাতার একটি রিসর্টে হয়েছে ত্বরিতার ব্যাচেলরেট পার্টি।  তবে পার্টিতে কোনো অ্যালকোহলের ব্যবস্থা ছিল না। কিন্তু সফট ড্রিঙ্কস-এর গ্লাস নিয়ে সবাইকে ‘চিয়ার্স’ করেছেন ত্বরিতা। বলা বাহুল্য, সন্দীপ্তাও উপস্থিত ছিলেন এই পার্টিতে।

2017 সালে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় হয়েছিল সৌরভ ও ত্বরিতার যা ক্রমশ প্রেমে পরিণত হয়। ত্বরিতা উত্তর কলকাতার বনেদী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে সারদামণির মায়ের চরিত্রে অভিনয় করছেন। বিয়ের পর 2021 সালের শেষের দিকে বালিতে হানিমুন করতে যাওয়ার ইচ্ছে আছে সৌরভ ও ত্বরিতার। তবে তার আগে তাঁরা কাছাকাছি কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে চান বলে জানিয়েছেন।

About Author