এবার রাজভবনে হাজির মহারাজ সৌরভ গাঙ্গুলী। রবিবার বিকেল ৪ টে ৪০ মিনিট নাগাদ তিনি রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে যান। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক কি কারণে রাজভবনে গেছেন সে ব্যাপারে কিছু না জানা গেলেও, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে মনে করছেন এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার। আবার অনেকের মতামত কিছুটা আলাদা।
জানা গিয়েছে, এই বৈঠকের সিদ্ধান্ত একেবারেই পূর্ব নির্ধারিত ছিল না। দিনে দিনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজভবন সূত্রে সৌজন্য সাক্ষাতকার হিসেবে জানানো হলেও, সৌরভ না কিন্তু এরমধ্যে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়নি। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেও, রাজ্যপালের সঙ্গে সাম্প্রতিক সময়ে তার কোনো রকম দেখা সাক্ষাৎ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারের সময় জানা গিয়েছিল, স্কুল তৈরীর জন্য যে জমি সৌরভকে সরকার দিয়েছিল, সেই জমি মমতাকে হস্তান্তর করতেই তিনি পৌঁছেছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে সূত্রের খবর, সেই জমি ফেরতের প্রাপ্য টাকা এখনো সৌরভের হাতে আসেনি। তাহলে কি এই জমি জট এর সমাধান সূত্র খুঁজে বের করার জন্যই সৌরভ রাজ্যপালের কাছে গিয়ে পৌঁছলেন? এই নিয়ে উঠেছে প্রশ্ন। এছাড়াও তার ঘনিষ্ঠ মহল এর খবর, তার উপর বর্তমানে কোন একটা রাজনৈতিক চাপ রয়েছে। তবে কি সেই রাজনৈতিক চাপ, সেই নিয়ে কেউ কখনও খোলসা করে কিছু জানায়নি। তবে ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সৌরভ গাঙ্গুলীকে রাজনীতিতে নিয়ে আসার জন্য অত্যন্ত তৎপর হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি।