Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইডেনে ঐতিহাসিক ম্যাচের স্বাক্ষী থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে বন্ধুকে

প্রথমবারের জন্য ভারতের মাটিতে হতে চলেছে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ। সেই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে সিএবি। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি…

Avatar

প্রথমবারের জন্য ভারতের মাটিতে হতে চলেছে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ। সেই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে সিএবি।

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি এই ম্যাচে শচীন তেন্ডুলকারকে আনতে চান। ইডেনে সাংবাদিকদের জানান “শচীনকে আমন্ত্রণ জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই নিশ্চিত খবর জানিয়ে‌ দেওয়া হবে।” তিনি বোর্ড সভাপতি হওয়ার পর প্রথমে বিরাট কোহলিকে রাজি করান ও তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব রাখেন দিনরাতের টেস্ট ম্যাচ খেলার জন্য। বাংলাদেশ রাজি হওয়ার খবর জানিয়ে দিতেই সিএবি-র অন্দরে তোড়জোড় শুরু হয়ে যায় কীভাবে এই ম্যাচ কে স্মরণীয় করে রাখা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শোনা যাচ্ছে এই ম্যাচে অভিনব বিন্দ্রা, পিভি সিন্ধু, মেরি কম এর মত তারকাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী দপ্তর সম্মতি জানিয়ে দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী দপ্তর খুব শীঘ্রই সম্মতি জানিয়ে দেবে বলে আশাবাদী সিএবি।

২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। সিএবি চায় ওই ম্যাচে খেলা ভারত ও বাংলাদেশের সমস্ত খেলোয়াড়দের আমন্ত্রণ জানাতে। এছাড়াও সিএবি ডেইলি টিকিটের দাম ১০০ থেকে কমিয়ে ৫০ রেখেছে। প্রতিটি টিকিটে গোলাপি রঙের ছটা এবং পিছনে ঐতিহ্যশালী ইডেনের ছবি থাকবে বলে জানা যাচ্ছে

About Author