Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছোটবেলায় মহারাজার কুকীর্তি, রাইফেল দিয়ে ডোনা গাঙ্গুলীর বাড়ির কাঁচ ভেঙেছিলেন সৌরভ

সৌরভ গাঙ্গুলী বাঙালির গর্ব। তাকে টেলিভিশন পেয়ে খুশি হয়েছিল আপামর বাঙালি। ২০০৯ সাল থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরির মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে সকলের প্রিয় দাদা সৌরভ…

Avatar

সৌরভ গাঙ্গুলী বাঙালির গর্ব। তাকে টেলিভিশন পেয়ে খুশি হয়েছিল আপামর বাঙালি। ২০০৯ সাল থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরির মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলীকে। সেই থেকে আজ পর্যন্ত তাকে ছাড়া দাদাগিরি ভাবতে পারেন না দর্শকরাও। আটটা সিজন পেরিয়ে নবম সিজন চলছে দাদাগিরির। প্রতিদিন এই মঞ্চে থাকে নতুন নতুন চমক। নিজেদের দাদাগিরির গল্প শোনাতে আসেন অনেকেই। উপস্থিত থাকেন একাধিক তারকারও।

সম্প্রতি দাদাগিরির একটি এপিসোডে জি ফাইভের ‘মুক্তি’ ওয়েব সিরিজের প্রচারে উপস্থিত ছিলেন একাধিক তারকারা। সেখানেই দিতিপ্রিয়ার প্রশ্নের উত্তরে দাদা জানান ছোটবেলায় তার ভাইয়ের পৈতেতে তাদের কাকা তার ভাইকে একটি রাইফেল উপহার হিসেবে দিয়েছিলেন। তার গুলিগুলো ছিল খুব ছোট ছোট। খেলার ছলে মাঝরাতে তিনি তার ভাইয়ের সাথে পাশের বাড়ির সমস্ত কাজ ভেঙে দিয়েছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দাদা নিজেই জানিয়েছেন তখন ডোনা গাঙ্গুলীর সাথে তার পরিচয় ছিল না। তারা মাঝরাতে খেলতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন। আর সেই এয়ারগানের সমস্ত গুলি গিয়ে পড়েছিল খাটের উপর। পরে পাশের বাড়ির এক বয়স্ক ভদ্রমহিলা তার বাবা চন্ডী গাঙ্গুলীকে ডেকে সমস্ত বিষয়টা খুলে বলেছিলেন। পরের দিন তাদের মানালি যাওয়ার কথা ছিল। স্টেশনে যাওয়ার জন্য গাড়িতে ওঠার আগেই তাদের দুষ্টুমির কথা জানতে পারেন চন্ডী গাঙ্গুলী, আর তার পরেই তারা বেধড়ক ঠ্যাঙানি খেয়েছিলেন বাড়িতে। মজার ছলেই এই গল্প দাদাগিরির মঞ্চে বললেন দাদা। সম্প্রতি সেই দৃশ্যটিই নেটমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে।

About Author