Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এশিয়া একাদশে খেলবে ভারতীয় এই চার ক্রিকেটার, জানাল সৌরভ গাঙ্গুলি

বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে দুটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচ দুটি হবে এশীয় একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে। ১৮…

Avatar

বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে দুটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচ দুটি হবে এশীয় একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে। ১৮ ই মার্চ ও ২১ শে মার্চ দিনক্ষণ ঠিক হয়েছে ম্যাচ দুটির জন্য। ঢাকার বঙ্গবন্ধু ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। যেটা জানা যাচ্ছে এশীয় একাদশের হয়ে খেলার জন্য ভারত থেকে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মহম্মদ শামি ও কুলদীপ যাদব কে পাঠানো হচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ যেটা থেকে জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এই চার জনের নামের তালিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছেন। আরো একটি সমস্যা হল ১৮ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনে আবার ওই একই দিনেই ঢাকায় প্রথম প্রদর্শনীমূলক ম্যাচ থাকার জন্য সমস্ত ক্রিকেটারকে পাওয়া যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানান “সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক ভেবেচিন্তে এই চারজনের নাম পাঠিয়েছেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ফের ক্রিকেট ম্যাচ ইডেনে, জানুন খেলার সময়, তারিখ

প্রথমে ভারতীয় ক্রিকেটারদের পাঠানো নিয়ে সমস্যা দেখা দিয়েছিল কারণ পাকিস্তানের ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হলে বিসিসিআই কোনো ভারতীয় ক্রিকেটারকে পাঠাবে না বলে জানিয়ে দিয়েছিলো। তারপর যেটা জানা যাচ্ছে পাকিস্তানকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, বিসিসিআইয়ের আপত্তির জন্য নয়, সেই সময় পাকিস্তানের মাটিতে পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হওয়ার জন্য ক্রিকেটারদের ছাড়বে না তারা।

About Author