Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rachna Banerjee: ‘রাধা নাচিবো’, দাদাগিরির মঞ্চে ওডিয়া গানে তুমুল নাচ দিদি রচনার, মুহূর্তে ভাইরাল ভিডিও

দাদাগিরি আনলিমিটেড রিয়্যালিটি শোয়ের জগতে অন্যতম জনপ্রিয় একটি গেম রিয়্যালিটি শো। দাদাগিরি বললেই আমাদের সবার প্রথম যার মুখটা মনে পড়ে তিনি হলেন সৌরভ গাঙ্গুলী। তর সঞ্চালনা ছাড়া দাদাগিরি একেবারেই অসম্পূর্ণ।…

Avatar

দাদাগিরি আনলিমিটেড রিয়্যালিটি শোয়ের জগতে অন্যতম জনপ্রিয় একটি গেম রিয়্যালিটি শো। দাদাগিরি বললেই আমাদের সবার প্রথম যার মুখটা মনে পড়ে তিনি হলেন সৌরভ গাঙ্গুলী। তর সঞ্চালনা ছাড়া দাদাগিরি একেবারেই অসম্পূর্ণ। তবে অন্যদিকে জি ওডিয়াতেও দাদাগিরি অনুষ্ঠিত হয়। সেখানে সঞ্চালক হিসেবে দেখা যায় ওডিয়া ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুভব মোহান্তিকে। সম্প্রতি সেই ওডিয়া দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন সকলের প্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। আর সেখানেই এক প্রতিযোগীর সাথে ওডিয়া গানে নাচলেন অভিনেত্রী, শেয়ার হতেই ভাইরাল ভিডিও।

উল্লেখ্য, টলিউডের পাশাপাশি ওডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী ছিলেন রচনা ব্যানার্জী। ওডিয়া ভাষায় একাধিক হিট জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। তিনি বাঙালি দর্শকদের পাশাপাশি ওডিয়া দর্শকদেরও খুব পছন্দের, তা আর বলার অপেক্ষা রাখে না। ওডিয়া দাদাগিরির মঞ্চেই অনুভব মোহান্তির অনুরোধে ও এক প্রতিযোগীর অনুরোধে ‘রাধা নাচিব’ গানের সাথে নাচলেন অভিনেত্রী, যা দেখে উচ্ছ্বসিত সকলেই। সম্প্রতি সেই ভিডিওই জি ওডিয়ার অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে, যা এই মুহূর্তে ভাইরাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জি ওডিয়ার অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে শেয়ার হওয়ার পরেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ওডিয়া দর্শকরাও তাদের মাঝে রচনা ব্যানার্জীকে পেয়ে বেজায় খুশি। এই এপিসোডে অভিনেত্রীর সাথে পা মিলিয়েছেন অনুভবও। একেবারে মন খুলে নেচেছেন অভিনেত্রী যা দেখে খুশি সকলেই। দাদাগিরির মত মঞ্চে তাকে পেয়ে অনেকেই খুশি। এই ভিডিও দেখে নিজেদের ভালোলাগার কথা ওডিয়া দর্শকরা কমেন্টবক্সে নিজের ভাষাতেই জানিয়েছেন সেকথা, তা দেখলেই স্পষ্ট হবে। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে। শেয়ারও হয়েছে অসংখ্য। এর থেকেই বোঝা যাচ্ছে এখনো ওডিয়া দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি।

About Author