দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’ গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। বাদ যায়না বাচ্চারাও। উল্লেখ্য, এই সিজনে বাচ্চাদের এপিসোড অন্যবারের তুলনায় একটু বেশিই হয়েছে।
এই দাদাগিরির মঞ্চে ২২ গজের দাদাকে পাওয়া যায় একেবারেই অন্যরূপে। সম্প্রতি এই মঞ্চে উপস্থিত ছিল ‘কিশমিশ’এর টিম। আর এই দিনেই ‘তুই বলবো না তুমি’র ট্রেন্ডে গা ভাসালেন স্বয়ং সৌরভ গাঙ্গুলীও। পাশাপাশি ছবির নায়িকার সাথে র্যাম্পেও হাঁটলেন তিনি। সুযোগ বুঝে এই তারকা জুটিকে বিয়ে নিয়ে পরামর্শও দিয়ে দিলেন দাদা।
কবে সাত পাকে বাঁধা পড়বেন দেব-রুক্মিণী? বাংলার মহারাজের পাশাপাশি বহু সাধারণের প্রশ্ন এটি। তাদের একসাথে দাদাগিরির মঞ্চে পেয়ে সুযোগ ছাড়লেন না স্বয়ং দাদাও। তিনি সরাসরি তাদের জিজ্ঞাসা করেন তাদের বিয়ের কার্ড কবে হাতে পাচ্ছেন তিনি। দাদার এই প্রশ্ন শুনে কিছুটা থতমত খেয়ে গিয়েছিলেন ছবির নায়ক। পরে অবশ্য সামলে নিয়ে তিনি জানান, তাদের ব্যাপারে সকলেই সবটা জানেন, তাদের আর কে বিয়ে করবে? এই কথা শুনে সরাসরি দেবকে বলেন, তারা একে অপরকে বিয়ে করে নিক। দাদার এই কথা শুনে মঞ্চে উপস্থিত সকলেই হাসতে থাকেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএরপরেই ছবির অভিনেত্রী রুক্মিণী মৈত্র জানান, তারা এমনই ঠিক রয়েছেন। তাকে সমর্থন করে পুনরায় দেব বলেন বিয়ে করলেই খরচা বাড়বে। এর উত্তরে দাদা নিজের অভিজ্ঞতা থেকে তাদের বলেন বিয়ে করলে বরঞ্চ তার খরচা কমে যাবে। কারণ তখন বউকে ইমপ্রেস করার জন্য আলাদা করে বেশি খরচা করতে হবে না। দাদার এই কথা শুনে এদিন মঞ্চে উপস্থিত অনেকেই সহমত পোষণ করেন। উল্লেখ্য, দেব-রুক্মিণীর একসাথে এটি ষষ্ঠ ছবি। পর্দায় এই জুটিকে আবার একসাথে দেখতে পেয়ে খুশি দর্শকরাও। ২০১৭ সালে দেবের হাত ধরেই এই বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী।