Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিউজিল্যান্ড সফরে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বড় চ্যালেঞ্জ দিলেন সৌরভ গাঙ্গুলি

চলমান ভারত বনাম নিউজিল্যান্ড, পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে কোহলি ব্রিগেড। অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৬ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারায়…

Avatar

চলমান ভারত বনাম নিউজিল্যান্ড, পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে কোহলি ব্রিগেড। অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৬ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারায় ভারত। তবে এই জয়ে উচ্ছ্বসিত নন ভারতীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তার কাছে টি-টোয়েন্টি সিরিজ জয়ের চেয়ে টেস্ট সিরিজে জয় বেশি গুরুত্বপূর্ণ।

তবে কাজটা মোটেই সহজ নয়। কারণ এই দেশে ভারত এখনও পর্য়ন্ত ৯ টি টেস্ট সিরিজ খেলেছে। তার মধ্যে ১৯৬৭-১৯৬৮ মরশুম ও ২০০৮-২০০৯ মরশুম মাত্র এই দুটিতে জয়লাভ করে। ড্র হয়েছিল দু’বার এবং আর বাকিগুলো জিতেছিল বিপক্ষ দল।তাই এবার বেশ বড়সড় পরীক্ষার মুখে ভারত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : শরীর ছুড়ে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন বিরাট, ক্যাচ নেওয়ার পরে নিজস্ব ভঙ্গিতে উদযাপন, দেখুন ভিডিও

এই প্রসঙ্গে সৌরভ বলেন “এইবার দারুণ সম্ভাবনা রয়েছে। গত বার নিউজিল্যান্ডে এসে আমরা একদিনের সিরিজ ৪-১ এ জিতেছিলাম। এরপর টেস্ট সিরিজ জিততে চাই।যদিও প্রত্যেকটি সিরিজই সমান গুরুত্বপূর্ণ কিন্তু টেস্ট সিরিজ জেতার অনুভূতি আলাদা। আমাদের দলের প্রত্যেক প্লেয়ার দারুণ ফর্মে রয়েছে।

আমার বিশ্বাস মাঠে ভাল খেলতে গেলে অবশ্যই মাঠের বাইরের ব্যাপারগুলো ঠিকঠাক সামলাতে হয়। এই ব্যাপারে বিরাটকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। অকারণে কোনও চাপ না নিয়ে ক্রিকেটারদের ধারাবাহিকতার দিকে নজর দিতে পরামর্শ দিয়েছি তাকে।”

About Author