Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দশকের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী রবিচন্দ্রন অশ্বিন, কৃতিত্বের সালাম সৌরভের

সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি ২০১০-২০১৯ দশকের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার এর তালিকা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ভারতের রবিচন্দ্রন অশ্বিন শীর্ষে রয়েছেন। তার এই কৃতিত্বের জন্য…

Avatar

সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি ২০১০-২০১৯ দশকের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার এর তালিকা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ভারতের রবিচন্দ্রন অশ্বিন শীর্ষে রয়েছেন। তার এই কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রধান আশ্বিনকে চূড়ান্ত মূল্য দিয়েছেন এবং তিনি মনে করেন যে ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদান প্রায়শই নজরে পড়ে না।

ভারতীয় এই অফস্পিনার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই দশকে মোট ৫৬৪ টি উইকেট সংগ্রহ করেছেন। সেরা ৫ উইকেট সংগ্রহকারী তালিকায় অশ্বিন হলেন একমাত্র স্পিনার। এর পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৫৩৫) ও স্টুয়ার্ট ব্রড(৫২৫)। চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছেন যথাক্রমে নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি (৪৭৮) ও ট্রেন্ট বোল্ট (৪৫৮)।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি

৩৩ বছর বয়সী ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই দশকে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৬৪ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ক্রিকেটের সবচেয়ে লম্বা ও প্রাচীনতম অংশ টেস্ট ক্রিকেটে ভারতীয় হিসেবে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০ ও ৩৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। এই দশকে অশ্বিন ভারতের হয়ে ৬৫ টি টেস্ট ম্যাচ খেলে ২৫.৪৪ গড় সহ ৩৪২ টি উইকেট নিয়েছেন।

About Author