Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সানাকে স্নেহের চুম্বন, মেয়েকে নিয়ে রঙ্গোলি দিলেন সৌরভ-ডোনা

কালীপুজোর দিন বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবার সেজে ওঠে আলোয় আলোয়। ফুল দিয়েই দেওয়া হয় রঙ্গোলি। এই বছর দীপাবলিতে ছুটির খুশ মেজাজে ছিলেন সৌরভ। তাই পরিবারের সঙ্গে দুর্দান্ত সময়ের…

Avatar

কালীপুজোর দিন বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবার সেজে ওঠে আলোয় আলোয়। ফুল দিয়েই দেওয়া হয় রঙ্গোলি। এই বছর দীপাবলিতে ছুটির খুশ মেজাজে ছিলেন সৌরভ। তাই পরিবারের সঙ্গে দুর্দান্ত সময়ের সাক্ষী হলেন বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কখনো মেয়ের সঙ্গে তো কখনো স্ত্রীর সঙ্গে দিলেন রঙ্গোলি।সানাকে স্নেহের চুম্বন, মেয়েকে নিয়ে রঙ্গোলি দিলেন সৌরভ-ডোনাআরব আমিরশাহিতে আইপিএল ফাইনাল মিটে যাওয়ার পর কলকাতায় ফিরেছেন সৌরভ। ফিরেই খুশ মেজাজে ক্যামেরা বন্দী হলেন গঙ্গোপাধ্যায় পরিবার।সানাকে স্নেহের চুম্বন, মেয়েকে নিয়ে রঙ্গোলি দিলেন সৌরভ-ডোনাবহু বছর পর স্ত্রী কন্যাকে নিয়ে এইভাবে একসঙ্গে দীপাবলির উৎসব কাটালেন সৌরভ।সানাকে স্নেহের চুম্বন, মেয়েকে নিয়ে রঙ্গোলি দিলেন সৌরভ-ডোনামেয়েকে এতদিন পর কাছে পেয়ে একটুও হাতছাড়া করেননি মহারাজ। একেবারে কোলে বসিয়ে স্নেহের চুম্বন এঁকে দিলেন মেয়ের গালে।সানাকে স্নেহের চুম্বন, মেয়েকে নিয়ে রঙ্গোলি দিলেন সৌরভ-ডোনাসানার আদর কি শুধুই বাবা? না না মায়ের সঙ্গে মিলে দিলেন ফুলের রঙ্গোলি, সাজালেন প্রদীপ।
About Author