ক্রিকেটজীবন শেষ হওয়ার পর বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির প্রেসিডেন্ট পদ অধিকার করে রয়েছেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে সিএবির প্রেসিডেন্ট পদ নিয়ে সৌরভ গাঙ্গুলীর সাথে সিএবির কর্মকর্তাদের মতবিরোধ দেখা দিচ্ছিল। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বাংলার দাদা।কিন্তু এবারে বিসিসিআইয়ের সভাপতি হওয়ার দৌড়ে সামিল হন দাদা।
রবিবার মুম্বইয়ে বোর্ডের বেসরকারি সভায় নতুন প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে প্রথমে সৌরভই ছিলেন ফেভারিট। কিন্তু তারপর হঠাৎ কেমন যেনো সব বদল হতে শুরু করে। একদিন আগেও বোর্ড সভাপতির দৌড়ে পিছিয়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর বিজেপি সভাপতি অমিত শাহের ফোন কিছুদিন আগে সৌরভের কাছে আসে। সৌরভকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর অফার দিলে এই প্রস্তাব নাকচ করেন তিনি। তাই বোর্ড সভাপতির লড়াইয়ে পিছিয়ে থাকেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরবিবার রাত সাড়ে দশটা পর্যন্ত সৌরভের প্রেসিডেন্ট হওয়ার কোনো আশাই প্রায় ছিল না। কিন্তু রবিবার রাতে ফের অমিত শাহের ফোন এলো পাল্টে যায় পুরো ছবিটা। সূত্রের খবর সৌরভ প্রস্তাবে রাজি হওয়াতে রাতারাতি খেলা ঘুরে যায়। এবার ‘সুপার-ওভারে’ ম্যাচ বের করে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হওয়া প্রায় নিশ্চিত করে ফেললেন সৌরভ। আজ সোমবার, মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ গাঙ্গুলী। যদি সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হন তবে ভারতীয় ক্রিকেট সার্বিক উন্নতি লাভ করবে বলে আশা করা যায়।