সৌরভ গাঙ্গুলী, যিনি ক্রিকেটের মহারাজ নামে পরিচিত। খেলার মাঠে হোক অথবা মাঠের বাইরে সৌরভ গাঙ্গুলীর অবদান অনস্বীকার্য। ক্রিকেটজীবন শেষ হওয়ার পর বাংলার দাদা সিএবির প্রেসিডেন্ট পদে রয়েছেন। এর মাঝেই বড়সড় খবর এল সৌরভ গাঙ্গুলীকে নিয়ে।
বেশ কয়েকদিন ধরে সিএবির প্রেসিডেন্ট পদ নিয়ে সৌরভ গাঙ্গুলীর সাথে সিএবির কর্মকর্তাদের মতবিরোধ দেখা দিচ্ছিল। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বাংলার দাদা। এবার ‘সুপার-ওভারে’ ম্যাচ বের করে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হওয়া প্রায় নিশ্চিত করে ফেললেন সৌরভ। আজ সোমবার, মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ গাঙ্গুলী। সচিব পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবোর্ডের সূত্রে খবর, রবিবার মুম্বাইয়ের ঘরোয়া বৈঠকে সৌরভকে সর্বসম্মতভাবে পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। যদি সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হন তবে ভারতীয় ক্রিকেট সার্বিক উন্নতি লাভ করবে বলে আশা করা যায়।