আর উদ্বোধন শেষে তিনি বলেন, ‘ভাল থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে থেকেই উৎসব পালন করবেন। দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু এ বছরটা প্রত্যেক বছরের থেকে অনেকটাই আলাদা। মা সামনের বছর আবার আসবে। এ বছরের পর করোনা থেকে মুক্ত হবে। তাই এ বছরটা একটু বেশি সাবধানে থাকবেন। পরিবারের সঙ্গে থাকবেন। কারণ, যদি কোনও বিপদ হয়ে যায়, তাহলে আর কিছু করার থাকবে না। তাই সাবধানে থাকুন, বাড়িতে থাকুন।’ এভাবেই সকলকে সাবধানে থাকার পরামর্শ দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।Sharod subhecha.#ajantashoes pic.twitter.com/WwsKY5hR2z
— Sourav Ganguly (@SGanguly99) October 21, 2020
সকলকে বাড়িতে থেকে উৎসব পালনের পরামর্শ দিলেন সৌরভ
কলকাতা: এবারের পুজো অন্য বাড়ির পুজোর থেকে অনেকটাই আলাদা। এ বছরে মায়ের আরাধনাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আনন্দের থেকে। কারণ, অতিমারির মধ্যে দিন কাটাচ্ছে দেশবাসী। তাই রাস্তায় মহাষষ্ঠীর সন্ধ্যেতে তেমন ভিড়…

আরও পড়ুন