Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনিন্দিতার ঠোঁটে ঠোঁট রাখলেন ‘চরিত্রহীন’ সতীশ, দেখুন সেই ছবি

কৌশিক পোল্ল্যে: সিরিয়ালের বদলে শর্টফিল্মস ও ওয়েব সিরিজে মজেছেন এই প্রজন্মের ছেলেমেয়েরা। বাংলা মাধ্যমে ওয়েব সিরিজ জনপ্রিয় হয়েছে এফভিএফের ‘হইচই’ অ্যাপ লঞ্চের পর থেকেই। ‘হইচই’ এর প্রথম দিককার ওয়েব সিরিজ…

Avatar

কৌশিক পোল্ল্যে: সিরিয়ালের বদলে শর্টফিল্মস ও ওয়েব সিরিজে মজেছেন এই প্রজন্মের ছেলেমেয়েরা। বাংলা মাধ্যমে ওয়েব সিরিজ জনপ্রিয় হয়েছে এফভিএফের ‘হইচই’ অ্যাপ লঞ্চের পর থেকেই।

‘হইচই’ এর প্রথম দিককার ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’এ প্রথম প্রকাশ্যে পরিচিত হন অভিনেতা সৌরভ দাস। সতীশ চরিত্রে অভিনয় করে দর্শকদের ভূয়সী প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন। এরপর আরও অনেক সিরিজেই নজর কেড়েছেন তিনি। একের পর এক সিরিজ চরিত্রহীন2, আস্তে লেডিস, কামিনী, মন্টু পাইলট এ কাজ করার পর এনার জনপ্রিয়তা ক্রমশই বাড়তির দিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নিজের খোলা পিঠের ছবি, হট পোশাকে নজর কাড়লেন নুসরত জাহান

গতকালই অ্যাক্রোপলিস মলে চরিত্রহীন2 এর জন্য হইচই পপুলার বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পান সৌরভ। ফেসবুক লাইভে এসে সেই খবর নিজেই শেয়ার করেন সকলের সঙ্গে। আর আজ অভিনেতার জন্মদিনে তার বিশেষ বান্ধবী অনিন্দিতা বোস দিলেন এক বিশেষ সারপ্রাইজ।

অনিন্দিতার ঠোঁটে ঠোঁট রাখলেন 'চরিত্রহীন' সতীশ, দেখুন সেই ছবি

সোশালে তার সঙ্গে সৌরভের একটি ছবি শেয়ার করলেন যেখানে এই যুগল লিপ-লক এ মত্ত। প্রেমের জোয়ারে ভেসে এই দীর্ঘচুম্বনের ছবিটির সঙ্গে ক্যাপশনে লিখলেন, “ধন্যবাদ ভগবান, আমাদের দুজনকে জন্ম দেওয়ার জন্য।” ওয়েব প্ল্যাটফর্ম থেকে রীতিমতো ইয়ং যুবতীদের ক্রাশ হয়ে ওঠা সৌরভ বর্তমানে স্টার জলসায় একটি রিয়ালিটি শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন।

About Author