Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘রসগোল্লা’ স্বস্তিকার জন্মদিনে ‘মিঠাই’ সৌমিতৃষার আদুরে শুভেচ্ছাবার্তা

23 শে এপ্রিল ‘রাধিকা' স্বস্তিকা দত্ত (swastika dutta)-র জন্মদিন। স্বস্তিকার জন্মদিনে তাঁর ফেভারিট চকলেট কেক কেটে রাত বারোটার সময় জন্মদিন পালন করলেন শোভন। স্বস্তিকা এই বছর পা দিলেন পঁচিশে। নিজের…

Avatar

23 শে এপ্রিল ‘রাধিকা’ স্বস্তিকা দত্ত (swastika dutta)-র জন্মদিন। স্বস্তিকার জন্মদিনে তাঁর ফেভারিট চকলেট কেক কেটে রাত বারোটার সময় জন্মদিন পালন করলেন শোভন। স্বস্তিকা এই বছর পা দিলেন পঁচিশে। নিজের হাতে স্বস্তিকাকে চকলেট কেক খাইয়ে দিলেন শোভন। ‘হ্যাপি বার্থডে’ লেখা ডেকর দিয়ে সাজানো হয়েছিল ঘরের দেওয়াল। তবে স্বস্তিকার পরনে ছিল সাদা রঙের নাইটসুট। ফলে সম্ভবতঃ স্বস্তিকাকে মধ্যরাতে সারপ্রাইজ বার্থডে পার্টি দিয়েছেন শোভন বলে মনে করা হচ্ছে। স্বস্তিকার বার্থডে পার্টির ছবি শেয়ার করে শোভন লিখেছেন, স্বস্তিকা বুড়ো হয়ে গেছেন। নেটিজেনরাও স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। স্বস্তিকার জন্মদিনে শোভনের তরফ থেকে উপহার ছিল কাঠগোলাপের চারা।

কিন্তু তাঁর আদরের ‘রসগোল্লা’-কে কি করে ভুলবেন সৌমিতৃষা? তাই নিজের ও স্বস্তিকার লাল রঙের শাড়ি পরা দুটি ছবি শেয়ার করে স্বস্তিকাকে শুভ জন্মদিন জানিয়ে সৌমিতৃষা লিখেছেন, তাঁর ‘রসগোল্লা’ যেন খুব ভালো থাকেন। ‘মিঠাই’ স্বস্তিকার উদ্দেশ্যে অনেকগুলি চকোলেট ইমোজি দিয়েছেন স্বস্তিকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পঁচিশতম জন্মদিন অবশ্য শুটিং ফ্লোরেই কাটিয়েছেন স্বস্তিকা। সন্ধ্যায় কেক কাটিং সেরেমনি থাকলেও মায়ের হাতের পায়েস আগে খাবেন স্বস্তিকা। রাতের ডিনারে থাকবে বাঙালি ও পঞ্জাবি, দুই ধরনের কুইজিন।

About Author