সম্প্রতি ভাইরাল হওয়া ফটোতে অভিনেত্রীকে একটি বাথটবে শুয়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে চারদিকে ছরানো ছিলছিল অসংখ্য গোলাপের পাপড়ি। শিফন শাড়ি তো দেখা গিয়েছে তাকে। একটি ফাঁকা জায়গায় শুটিং সেটের মধ্যেই রাখা ছিল বাথটবটি। আর সেখানে শুয়েই ছবি তুলেছে পর্দার মিঠাই। তবে এটি যে কোনো শুটিংয়ের দৃশ্য নয় তা এতক্ষণে বোঝাই গিয়েছে। কাজের ফাঁকে এই ছবি তুলেছেন অভিনেত্রী। এদিন ভ্যালেন্টাইন্স ডের দিনেই ছবিটি শেয়ার করে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এমনকি ভ্যালেন্টাইন্স ডের দিন জি বাংলাকে তাকে মিঠাই করে তোলার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে আপাতত অভিনেত্রীর এই ফটো রীতিমতো ভাইরাল তার অনুরাগীদের মাঝে।এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী সকলে মিলে মিরিকে ঘুরতে গিয়েছেন। মিঠাই ও সিদ্ধার্থকে কাছাকাছি আনার জন্যই এই উদ্যোগ মোদক পরিবারের। পাহাড়ে গিয়ে শেষ পর্যন্ত মিঠাই ও সিদ্ধার্থের মিল হয় কিনা সেটাই দেখার। তবে তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
শিফন শাড়িতে বাথটবে শুয়ে মিঠাই, ছড়ানো গোলাপের পাপড়ি, রোমান্সের আশায় ধারাবাহিক অনুরাগীরা
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম এই ধারাবাহিক। গত একবছর ধরে এই ধারাবাহিক টিআরপি দৌড়ের এক নম্বর স্থান দখল করে ছিল। তবে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার…

আরও পড়ুন