Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“দেব, নুসরাত বা মিমি কি স্বাধীনতা সংগ্রামী ছিল?” সৌরভ বিতর্কে সৌগতকে কটাক্ষ করে টুইট সৌমিত্রের

কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে বিজেপির দলে দাদার আশা নিয়ে প্রবল চাপানউতোর চলছে। ২২ গজের মহারাজ তাহলে কি শেষ পর্যন্ত বিজেপির সাংসদ হবে এই প্রশ্ন সবার কাছে। দীর্ঘদিন ধরেই রাজনীতির ময়দানে…

Avatar

কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে বিজেপির দলে দাদার আশা নিয়ে প্রবল চাপানউতোর চলছে। ২২ গজের মহারাজ তাহলে কি শেষ পর্যন্ত বিজেপির সাংসদ হবে এই প্রশ্ন সবার কাছে। দীর্ঘদিন ধরেই রাজনীতির ময়দানে সৌরভের প্রবেশ নিয়ে জল্পনা চলছিল। তারই মধ্যে দাদার ৪৮ তম জন্মদিনে তার স্ত্রী ডোনা গাঙ্গুলীর বক্তব্য ঘিরে গুজব ওঠে হয়তো বিজেপির মুখ হয়ে দাঁড়াতে পারেন তিনি। যদিও শেষ পর্যন্ত মহারাজ তার রাজনীতিতে পা বাড়ানো নিয়ে কোন মন্তব্য করেননি।

এরই মাঝে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, “সৌরভ রাজনীতির লোক নয়। জীবনের সে কখনো কোনো মিছিলে অংশগ্রহণ করেনি। এমনকি কোনদিন গরিব মানুষের পাশেও দাঁড়ায়নি তিনি।” সৌরভ বরাবরের বড়লোক মানুষ। সে কখনো গরিবের কষ্ট বুঝে গরিবের পাশে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছিলেন সৌগত বাবু। রাজনীতিতে এলে সৌরভ আদেও মানুষের উন্নতির কাজে লাগবে নাকি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। তার এই মন্তব্যের ফলে সোশ্যাল মিডিয়ায় বেশ চাপানউতোর শুরু হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপরই বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ সৌগত রায়কে কটাক্ষ করে টুইট করেছেন। টুইটারে তিনি জানিয়েছেন, সৌরভ যদি বড়লোক হওয়ার রাজনৈতিক নেতা হতে পারে তাহলে তৃণমূলের মিমি, নুসরাত বা দেব কি করে তৃণমূল সাংসদ হয়েছেন। তিনি কটাক্ষ করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, দেব নুসরাত ও মিমি কি স্বাধীনতা সংগ্রামী ছিল? যদিও এত বিতর্কের পরেও মহারাজ এর পক্ষ থেকে কোন বক্তব্য শোনা যায়নি। এবার ভবিষ্যতে ২২ গজের রাজা বঙ্গ রাজনীতিতে ব্যাটিং করতে আসে নাকি, সেটাই দেখার।

About Author