Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উপনির্বাচনে জেতার সাথে সাথেই বিজেপির পার্টি অফিস দখল করলো তৃণমূল

ব্যারাকপুর : উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেলো পার্টি অফিস দখলের লড়াই। গতকাল বেরিয়েছে রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনের ফলাফল, আর ফলাফল বেরোনোর পরপরই তৃণমূল কর্মীরা শুরু করে…

Avatar

ব্যারাকপুর : উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেলো পার্টি অফিস দখলের লড়াই। গতকাল বেরিয়েছে রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনের ফলাফল, আর ফলাফল বেরোনোর পরপরই তৃণমূল কর্মীরা শুরু করে দিলো বিজেপির পার্টি অফিস দখল করা। রাজ্যের তিন উপনির্বাচনেই জিতেছে শাসক দল।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ৪টি পার্টি অফিসের দখল নিয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ ৪টি নয়, আরও অনেক বেশি পার্টি অফিস দখল করেছে তৃণমূলের কর্মীরা। তৃণমূলের অবশ্য দাবি, যে পার্টি অফিস গুলো তারা দখল করেছে সেগুলো আগে তাদেরই ছিল, গত লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির অর্জুন সিং জেতার পর ওই পার্টি অফিস গুলো বিজেপি দখল করেছিল। এদিন উপনির্বাচনের ফল প্রকাশের পরে সেগুলোই তারা পুনরুদ্ধার করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধুমাত্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেই নয়, হালিশহরেরও অনেক বিজেপি পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর বিজেপির সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেছেন, উপনির্বাচনের ফল বেরোনোর পর থেকেই তৃণমূলের গুন্ডারা ব্যারাকপুর এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। তিনি আরও বলেন, লোকসভা ভোটে হেরে এতদিন চুপ করে ছিল, এখন আবার সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল।

About Author