বলিউডবিনোদন

পেলেন রাজকীয় সম্মান, গোটা বিমান ছেয়ে ফেলা হল সোনু সুদের পোস্টারে

করোনা ভাইরাসের সময়ে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার সম্মান জানতে এই উদ্যোগ

Advertisement
Advertisement

যখন করানা ভাইরাসের কারণেচতুর্দিকে লকডাউন শুরু হয়ে গিয়েছে সেই সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাসিহা হয়ে উঠেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার তাকে সম্মান জানানোর জন্য বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট একটি অভিনব উদ্যোগ গ্রহণ করল। স্পাইসজেট জানালো, করোনাকালে তিনি যেভাবেঅসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই বিষয়টি সম্মান জানাতে এবারে গোটা বিমানের গায়ে সোনু সুদের পোস্টার আটকে দিল স্পাইসজেট। নতুন উদ্যোগে স্বভাবতই খুশি হয়েছেন সোনুর ভক্তরা।

Advertisement
Advertisement

জানা যাচ্ছে তিনি প্রথম ভারতীয় অভিনেতা যিনি এই রকম একটি সম্মান পেলেন স্পাইসজেট এর তরফ থেকে। অভিনেতা জানিয়েছেন, “আমি নিজে সত্যি সম্মানিত অনুভব করছি। স্পাইসজেট এর পক্ষ থেকে সত্যি খুব মিষ্টি একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্বিত। তার সঙ্গেই আমি স্পাইসজেট এর প্রতি কৃতজ্ঞ থাকছি। স্পাইসজেট করোনাভাইরাস এর সময় বহু ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে।

Advertisement

লকডাউন চলাকালীন অভিনেতা সনু সুদ একের পর এক কাজ করে সকলের মাসিহা হয়ে উঠেছিলেন কিছুদিনের মধ্যেই। তিনি শ্রমিকদের একটা গোটা বিমান ভাড়া করে বাড়ি নিয়ে এসেছিলেন। সারাদেশের মানুষ তার কাছে কৃতজ্ঞ রয়েছে। সম্প্রতি শিবরাত্রিতে তিনি একটি টুইট করে একেবারে ভাইরাল হয়ে গিয়েছিলেন। তিনি টুইট করেছিলেন, “শিব ঠাকুরের ছবি না পাঠিয়ে যার প্রয়োজন আছে তার পাশে গিয়ে দাঁড়ান। ওম নমঃ শিবায়!”

Advertisement
Advertisement

লকডাউন এর সময় তিনি অসংখ্য শ্রমিককে সম্পূর্ণ নিজের খরচে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। সেই সময় সনু সুদ একটি টোল ফ্রি নম্বর দিয়েছিলেন যেখানে ফোন করে নিজেদের প্রয়োজনের কথা অভিনেতাকে সরাসরি বলতে পারতেন সকলে। এছাড়াও চিকিৎসার খরচ কিংবা পড়াশোনার খরচ এর মত কাজেও তাকে এগিয়ে আসতে দেখা গিয়েছিল। একজন সত্তিকারের ত্রাতার মত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সনু। আর এবারে বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট তার সম্মানে গ্রহণ করল এই অভিনব উদ্যোগ।

Advertisement

Related Articles

Back to top button