জানা গেছে, কয়েকদিন আগেই সোনু সুদ চিঠি লিখে ভারতীয় দূতাবাসকে অন্য কোন উপায় ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছিলেন। এর আগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলেন। পাশাপাশি সেই চিঠিতে বিশেষ বিমানের ব্যবস্থা করে তাদের ফিরিয়ে আনার কথাও লিখেছিলেন তিনি। আটকে থাকা পড়ুয়াদের বেশ অনেকজনকে ফিরিয়ে আনতে পেরে এখন আবারো তাদের কাছে ‘মাসিহা’ হয়ে উঠেছেন সোনু সুদ।Tough times for our students in Ukraine & probably my toughest assignment till date. Fortunately we managed to help many students cross the border to safe territory. Lets keep trying. They need us. Thank You @eoiromania🇮🇳 @IndiaInPoland @meaindia for your prompt help.
— sonu sood (@SonuSood) March 2, 2022
Jai Hind🇮🇳 https://t.co/q9oJ428pHu
Students stranded in #UkraineRussiaWar thanking @SonuSood for helping them in getting out from Ukrainian soil. https://t.co/IvW59fswVC pic.twitter.com/4Cp7agyU0h
— Ayushman Kumar (@Iam_Ayushmann) March 2, 2022