Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sonu Sood : ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরালেন ‘মসিহা’ সোনু সুদ

এই মুহূর্তে ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। সেখানে আটকে রয়েছেন একাধিক ভারতীয় পড়ুয়ারা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন গোটা পৃথিবী। শেষপর্যন্ত কি হতে চলেছে! তা ভেবেই ভয়ে গা শিউরে উঠছে বেশিরভাগের। সেই…

Avatar

এই মুহূর্তে ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। সেখানে আটকে রয়েছেন একাধিক ভারতীয় পড়ুয়ারা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন গোটা পৃথিবী। শেষপর্যন্ত কি হতে চলেছে! তা ভেবেই ভয়ে গা শিউরে উঠছে বেশিরভাগের। সেই যুদ্ধক্ষেত্র থেকে পড়ুয়াদের বের করে আনা একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই কাজেই উদ্যোগী হলেন ‘মাসিহা’ সোনু সুদ।

এদিন টুইটারে অভিনেতা লিখেছেন, ইউক্রেনে ভারতের পড়ুয়াদের খুবই খারাপ সময় চলছে। সম্ভবত তার মতে পড়ুয়াদের সেখান থেকে বের করে আনা এখন সবচেয়ে কঠিন কাজ। এরপরে তিনি লেখেন, সৌভাগ্যবশত তারা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে ইউক্রেনের সীমান্ত পার করাতে পেরেছেন। এরপর তিনি বিদেশমন্ত্রক, পোল্যান্ডকে তৎক্ষণাৎ দায়িত্বপালনের জন্য আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে বর্তমান যুদ্ধক্ষেত্র থেকে বহু পড়ুয়া সীমান্ত পার করেছেন। সোনু সুদ ও তার দলের সহায়তায় বিদেশমন্ত্রকের অপারেশন গঙ্গার অংশ হতে পেরেছেন বহু ভারতীয় পড়ুয়া। অভিনেতা এবং তার দল রীতিমতো সেই সমস্ত পড়ুয়াদের মনে সাহস যুগিয়েছেন। পাশাপাশি সহায়তা ও সহযোগিতা করেছেন সেখান থেকে বেরিয়ে আসতে। এদিন তিনি নিজের পোস্টে আরো লিখেছেন, এটা তার কাজ ছিল। তিনি নিজের ভাগের কাজটা করতে পেরে ভীষণভাবে খুশি। তাকে সমর্থন করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে জয় হিন্দ লিখেছেন সোনু সুদ।

জানা গেছে, কয়েকদিন আগেই সোনু সুদ চিঠি লিখে ভারতীয় দূতাবাসকে অন্য কোন উপায় ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছিলেন। এর আগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলেন। পাশাপাশি সেই চিঠিতে বিশেষ বিমানের ব্যবস্থা করে তাদের ফিরিয়ে আনার কথাও লিখেছিলেন তিনি। আটকে থাকা পড়ুয়াদের বেশ অনেকজনকে ফিরিয়ে আনতে পেরে এখন আবারো তাদের কাছে ‘মাসিহা’ হয়ে উঠেছেন সোনু সুদ।

About Author