Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাধারণ মানুষের কাছে ‘ভগবান’! আগামী প্রধানমন্ত্রী সোনু সুদ, দাবি নেটিজেনদের

সোনু সুদ। তিনি এখন শুধুমাত্র অভিনেতা নন। খেটে খাওয়া মানুষের মুশাফির বললেও কিছু কম নিয়।এক কথায় বলতে গেলে এই অভিনেতার পরিচয় সাধারণ মানুষের কাছে শুধুই ভগবান। করোনার জন্য যেদিন থেকে…

Avatar

By

সোনু সুদ। তিনি এখন শুধুমাত্র অভিনেতা নন। খেটে খাওয়া মানুষের মুশাফির বললেও কিছু কম নিয়।এক কথায় বলতে গেলে এই অভিনেতার পরিচয় সাধারণ মানুষের কাছে শুধুই ভগবান। করোনার জন্য যেদিন থেকে ভারতবর্ষের মানুষ অসহায় হয়ে পড়েছে সেদিন থেকে সেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সোনু। দিন আনা দিন খাওয়া মানুষকে যথাযথ সাহায্য করার চেষ্টা করে চলেছেন একবছর ধরে। আর এই ছবি আমার আপনার আর সকল সেলিব্রেটির সামনে ধরা পড়েছে। দেশের বহু মানুষের কাছে ভালোবাসা ও পেয়েছেন সোনু সুদ।

এবছর করোনা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আর এই মহামারি অবস্থায় সোনু সাধারণ মানুষের আর্তনাদে সাড়া দিয়েছেন। কারোর অক্সিজেনের ব্যবস্থা তো অনাথ শিশুদের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। এই অতিমারিতে অভিনেতার কার্যকলাপ গুনে শেষ করা যাবেনা। হাজার হাজার শিশু এমন রয়েছে, যাঁরা পড়াশুনা বন্ধ করে বসে আছে। কেউ অর্থের অভাবে পড়তে পারছে না আজ। সম্প্রতি সোনু করোনার কোপে যে সমস্ত শিশুরা নিজেদের বাবা-মকে হারিয়েছে তাদের সকলের শিক্ষার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে বলে ট্যুইটে আবেদন করেছিলেন সোনু নিজে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুঃস্থ শিশুদের পড়াশুনা বিনাপয়সায় করানোর দাবিতে সোনুর পাশে এসে দাঁড়িয়েছেন দেশি গার্ল। অভিনেতার এই আর্জিকে পুরোপুরি ভাবে সমর্থন করেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোনুর এই ট্যুইটেকে সমর্থন করার জন্য অভিনেত্রী প্রিয়াঙ্কা লিখেছেন, সোনু সুদের এই পদক্ষেপ বেশ প্রশংসনিয়। এই অবস্থায় এই শিশুগুলোর দায়িত্ব কে নেবে, হাজার হাজার শিশুর ভবিষ্যৎ হয়ে যাচ্ছে অন্ধকার, তাই তাঁদের পড়াশোনা বিনামূল্যে করে দেওয়ার দাবি প্রিয়াঙ্কার। তিনিও অনুপ্রাণিত হয়েছেন তাঁর সহকর্মীর এই চিন্তা দেখে। সোনুর পরামর্শ অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই বিবেচনা করা উচিত, এই বিপুল সংখ্যক শিশুদের ভবিষ্যতের কথা ভেবে তাদের পড়াশোনার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

Copy Code

সোনু সুদের এই পোস্ট দেখে বহু অনুগামী প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই ভিডিয়োতেতেই একজন অনুরাগী লিখেই বসলেন, ‘সোনু সুদের আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।’ আর সেই কমেন্টে সমর্থন জানিয়েছেন অনেকেই। আবার কেউ কেউ লিখলেন দেশের এই চরম পরিস্থিতিতে সোনু সুদের মতোই একজন মানুষের প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন। তাহলে কি সত্যি সোনু সুদ কি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এর উত্তর সময় বলবে।

About Author