দেশনিউজ

Punjab Politics: রাজনীতির ময়দানে পা রাখছেন সোনু সুদের বোন মালবিকা, লড়বেন পঞ্জাব নির্বাচনে

Advertisement
Advertisement

রাজনীতিতে নয়া ইনিংস শুরু করতে চলেছেন সোনু সুদের পরিবারের এক অংশ। আগস্ট মাস থেকেই দিল্লিতে শুরু হয়েছিল সোনুর রাজনীতির যোগদান নিয়ে। তবে রবিবার সেই জল্পনার অবসান হল। তবে এখনই সেই জল্পনার অবসান ঘটেছে। রবিবার সোনু সুদ সাংবাদিকদের জানিয়ে দিলেন, তিনি এখনই রাজনীতিতে পা রাখছেননা। তাঁর বোন পা রাখছেন রাজনীতির ময়দানে।

Advertisement
Advertisement

রবিবার মোগায় এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে বলিউড অভিনেতা বলেন, “আমার বোন মালবিকা সুদ পাঞ্জাবের মানুষের পাশে দাঁড়াবে। তাঁদের জন্য কাজ করবে। তবে কোন দলে তিনি যোগ দেবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” স্বাভাবিক ভাবেই সোনু সুদের এই ঘোষণার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পাঞ্জাবের নির্বাচনী ময়দানে ভোটের লড়াই করবেন মালবিকা? বোনের তাঁর হাত ধরেই কি অভিনয় থেকে সোজা রাজনীতিতে অভিষেক করবেন সোনুরও! যদিও সোনু রাজনীতিতে আসার জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

Advertisement

তবে কোন দলের হয়ে পা রাখবেন মালবিকা? কংগ্রেস নাকি বিজেপির মতো সর্বভারতীয় দলে? অবশ্য মাস তিনেক আগে আম আদমি পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল গরিবের ভগবান সোনু সুদের। গত আগস্ট মাদে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়া এবং আম আদমি পার্টির কনভেনর রাঘব চাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিনেতা। তারপরই যৌথ সাংবাদিক বৈঠকে সোনু সুদ এবং কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লি সরকারের প্রস্তাবিত ‘ভারত কে মেন্টর’ কর্মসূচির মেন্টর হিসাবে এবার থেকে সোনু সুদ কাজ করবেন।

Advertisement
Advertisement

তখন থেকেই সোনুর রাজনীতির মাঠে যোগদানের জল্পনার সূচনা। শোনা গিয়েছিল, আগামী দিনে সোনুকে সরাসরি দলে টানতে আগ্রহী কেজরিওয়াল নিজেও। এবার সোনুর নতুন ঘোষণাতে ফের দু’রকম সম্ভাবনা তৈরি হল রাজনৈতিক মহলের। আসছে বছরই পাঞ্জাবে ভোট। হতে পারে এই নির্বাচনে নিজেদের হারানো জায়গা ফেরাতে কংগ্রেস অভিনেতার বোনকে দলে টানতে পারে৷ অন্যদিকে পাঞ্জাবের মানুষের মন জিততে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে আপও। এক্ষেত্রেও সোনুর বোন হয়ে উঠতে পারেন সে আপের মুখ। আবার নির্বাচনের আগে দলে টানা হতে পারে সোনুকেও। তাই মালবিকা কোন দলের পতাকা হাতে তুলছেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

Advertisement

Related Articles

Back to top button