Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Soun Nigam: ‘ভাইরাল ফিভারের চেয়ে কোভিড বেটার’! করোনা আক্রান্ত সোনু নিগমের বিষ্ফোরক মন্তব্য

নতুন বছর পড়তেই গোটা বিশ্বে ফের করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বছর শেষ থেকে একাধিক তারকারা করোনায় আক্রান্ত হয়েছে। নতুন বছর পড়তে না পড়তেই বলিউড আর টলিউডের অন্দরে আরো জাঁকিয়ে বসেছে…

Avatar

By

নতুন বছর পড়তেই গোটা বিশ্বে ফের করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বছর শেষ থেকে একাধিক তারকারা করোনায় আক্রান্ত হয়েছে। নতুন বছর পড়তে না পড়তেই বলিউড আর টলিউডের অন্দরে আরো জাঁকিয়ে বসেছে দুষ্টু করোনা । একের পর এক তারকাকে কাবু করছে কোভিড -১৯ এ। বিনোদন জগতে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। একাধিক তারকা কোভিড পজিটিভ। এবার কোভিড পজিটিভ হলেন সংগীত শিল্পী সোনু নিগম।

এই মুহূর্তে দুবাইতে রয়েছেন ‘সুপার সিঙ্গার ৩’ এর বিচারক। শুধু সোনুই নয়, করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী, পুত্র এবং শ্যালিকাও। ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও শেয়ার করে এই কোভিড আপটেড শেয়ার করে নিয়েছেন ‘আভি মুঝমে কহি’ খ্যাত গায়ক। শেয়ার করা ভিডিয়োতে সোনু জানান, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ হলেও খুব বেশি অসুস্থ নন তিনি। তাঁর খুব সামান্য উপসর্গ রয়েছে। সোনুর এদিন বলেন, ‘আমরা মনে হয় এখন আমাদের এটা নিয়েই (কোভিড) বাঁচতে হবে। আমি অনেকবার ভাইরাল ফিভার নিয়ে কনসার্টে লাইভ পারফর্ম করেছি, গলা খারাপ থেকেছে, কিন্তু এটা তার চেয়ে অনেক বেটার, আমি মরে যাচ্ছি না’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিজের এই দাবি সঠিক প্রমাণ করতে দু-কলি অনুগামীদের উদ্দেশ্যে গেয়েও শোনান সোনু, বুঝিয়ে দিলেন গান গাইতে কোনও সমস্যা হচ্ছে না করোনা আক্রান্ত সংগীত তারকার।  সোনু আরও জানান যেহেতু তাঁর স্ত্রী, ছেলে এবং পরিবারের অনান্য সদস্যরাও পজিটিভ তাই সবার সঙ্গে আরও বেশি করে এখন সময় কাটাতে পারবেন তিনি। নিজের ছেলের সঙ্গে অনেকদিন দেখা হয়নি তাঁর, আর এই সুযোগে সেই আফসোস পুষিয়ে নেবেন সুদে-আসলে। তাঁ কথায়, ‘এটা হল হ্যাপি কোভিড ফ্যামিলি’। 

সুপার সিঙ্গার ৩ এর শ্যুটিংয়ের জন্য দেশে ফেরবার কথা ছিল সোনুর, কিন্তু সেই পরিকল্পনা এখন কোভিডের জেরে বাতিল করতে হয়েছে, আপতত দুবাইতে নিভৃতবাসে তিনি। সোনুর এই ব্যপারে একটু মন খারাপ কারণ তাঁর জন্য অসুবিধায় পড়তে হচ্ছে রিয়ালিটি শোয়ের সকল নির্মাতাদের। তবে জানার সোনুর বদলে এই সময় শোতে তাঁর জায়গায় প্রক্সি দেবেন শান, অন্যদিকে সুপার সিঙ্গারে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে অনু মালিককে। 

About Author