Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশজুড়ে নারীদের বিরুদ্ধে অত্যাচার, আগামীকাল নিজের জন্মদিন পালন করবেন না সোনিয়া গান্ধী

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এইবছর তাঁর নিজের জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন। আগামীকাল সোমবার সোনিয়া গান্ধীর জন্মদিন, কিন্তু তিনি এদিন জানিয়েছেন দেশে মহিলাদের উপর যেরকম অত্যাচারের ঘটনা বিগত কিছুদিন…

Avatar

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এইবছর তাঁর নিজের জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন। আগামীকাল সোমবার সোনিয়া গান্ধীর জন্মদিন, কিন্তু তিনি এদিন জানিয়েছেন দেশে মহিলাদের উপর যেরকম অত্যাচারের ঘটনা বিগত কিছুদিন যাবৎ সামনে এসেছে তাতে তিনি খুবই উদ্বিগ্ন।

তাই এবছরের জন্মদিন তিনি পালন করবেন না। প্রসঙ্গত, গত কয়েক দিন একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে মালদহ, রাঁচি, হায়দরাবাদে। উন্নাও’এ গণধর্ষণের শিকার তরুণীকে প্রকাশ্য দিবালোকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামীকাল সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ৭৩ তম জন্মদিন। লোকসভা ভোটের পর রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোনিয়া গান্ধীই এখন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি। দেশে মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচারের ঘটনায় ব্যথিত হয়ে নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়ে তিনি যে যথেষ্টই বড় মনের পরিচয় দিলেন তা বলাই বাহুল্য।

About Author