Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মা হলেন সকলের প্রিয় সোনালী, পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

টলিউডের আবারো খুশির খবর। এবারে মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী। বুধবার পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী। আপাতত তিনি এবং তার সন্তান দুজনেই সুস্থ আছে বলে তিনি জানিয়েছেন। টালিগঞ্জের…

Avatar

By

টলিউডের আবারো খুশির খবর। এবারে মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী। বুধবার পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী। আপাতত তিনি এবং তার সন্তান দুজনেই সুস্থ আছে বলে তিনি জানিয়েছেন। টালিগঞ্জের এই মিষ্টি অভিনেত্রীর মা হওয়ার খুশিতে অত্যন্ত আনন্দিত তার অনুরাগীরা। বিশ্বনাথ বসু প্রথম সোনালির মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন।

বিশ্বনাথ লিখলেন, ‘বেশ লাগছে বাহ সোনালী/ মা হওয়ার খবর শোনালি/ পুত্র সন্তান খবর দিলি রাতে/ তোর সন্তান যেনো থাকে দুধে ভাতে। তবে শুধু বিশ্বনাথ বসু একা নন, টলিউডের বাকি কলাকুশলীরাও সোনালী চৌধুরীকে মা হবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সকালে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে অভিনেত্রীর এবং তার স্বামীর ইচ্ছা ছিল মেয়ে হবে। তাই তারা দুইজনে অনেক মেয়ের নাম ভেবে রেখেছিলেন। ছেলে হওয়ায় সোনালী বলছেন এখন তাদের ছেলের নাম ভাবা শুরু করতে হবে।

অন্যদিকে সোনালীর স্বামী রজত অত্যন্ত খুশি। সোনালী জানিয়েছেন, ছেলে হওয়ায় রজতকে জানানোর পরেই রজত নাকি বলেছেন, “বাহ! অলিভার কান এসেছে।” সোনালী জানাচ্ছেন তার স্বামী রজত প্রাক্তন জার্মান গোলরক্ষক অলিভার কানের খুব বড়ো ফ্যান। যদিও এই করোনা পরিস্থিতিতে তার ছেলেকে নিয়ে এখন বেশ চিন্তায় আছেন সোনালী। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে সোনালীর জন্য শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে দিয়েছে।

About Author