Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খোলামেলা পোশাকে সোনাক্ষী সিনহা, সমলোচনার ঝড় নেট দুনিয়ায়

দাবাং গার্ল সিনেমার পর্দায় যতই ক্যারিশমা দেখান না কেন, বাস্তবে তাঁকে নিপাট সাদা সিধে ভদ্র মেয়ে বলেই জানেন। পোশাকে কখনো অতিরঞ্জিত কিছুই দেখান না অভিনেত্রী। সাজগোজেও খুবই সাধারণ সোনাক্ষী। অভিনেত্রীর…

Avatar

দাবাং গার্ল সিনেমার পর্দায় যতই ক্যারিশমা দেখান না কেন, বাস্তবে তাঁকে নিপাট সাদা সিধে ভদ্র মেয়ে বলেই জানেন। পোশাকে কখনো অতিরঞ্জিত কিছুই দেখান না অভিনেত্রী। সাজগোজেও খুবই সাধারণ সোনাক্ষী। অভিনেত্রীর রক্ষনশীল মনোভাবের জন্যে ভক্তদের কাছে প্রিয় তিনি। তবে বলিউডের পর্দায় অভিষেকের পর এখনও পর্যন্ত সেভাবে জায়গা বানাতে না পারলেও লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

খোলামেলা পোশাকে সোনাক্ষী সিনহা, সমলোচনার ঝড় নেট দুনিয়ায়

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি সোনাক্ষী সিনহা তাঁর ইনস্টাগ্রাম একাউন্টে একটি লাল রঙ্গের নেটের গাউন পড়া ছবি প্রকাশ করেন। ছবিটিতে সোনাক্ষীর শারীরিক অবয়ব ফুটে উঠেছে। ব্যাস এতেই দর্শকদের ভিড় উপচে পরে।

খোলামেলা পোশাকে সোনাক্ষী সিনহা, সমলোচনার ঝড় নেট দুনিয়ায়

বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকার পরেও সেভাবে ভাব জমাতে পারেননি তিনি। অনেকেই এরজন্য তাঁর শারীরিক কাঠামো ও রক্ষণশীল মনোভাবকে দ্বায়ী করেছেন। আর তাই এবারে একদম উল্টো পথে হেটে দেখলেন অভিনেত্রী। লাল গাউনে অভিনেত্রীকে হট ও বোল্ড লাগলেও নেটিজেনদের ট্রোলের স্বীকার হন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা।

About Author