জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

নারকেল তেলের অজানা কিছু ব্যবহার, যা জেনে রাখলে অনেক উপকার পাবেন!

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আমরা সাধারণত চুলের যত্ন, পরিচর্চার জন্য নারকেল তেল ব্যবহার করি। শুধুমাত্র চুলই নয়, চুল পরিচর্চার পাশাপাশি অনেকগুলো স্বাস্থ্য সমস্যা সমাধান করে থাকে এই নারকেল তেল। জেনে নিন নারকেল তেলের তেমন কিছু অজানা ব্যবহার।

Advertisement
Advertisement

ঘামের দুর্গন্ধ দূর করতেঃ ঘামের দুর্গন্ধ দূর করতে নারকেল তেল খুবই উপকারী। ২-৪ ফোটা নারকেল তেল হাতে ঘষে বগলে লাগিয়ে নিন। নারকেল তেলে থাকা উপাদান ঘাম শুষে নেয়, যা দুর্গন্ধ হওয়া রোধ করে।

Advertisement

ছোটখাটো জ্বালাপোড়া থেকে বাঁচতেঃ হঠাৎ করে হাত পুড়ে গেলে সেখানে একটু নারকেল তেল লাগান। দেখবেন জ্বালাপোড়া অনেকটা কমে গেছে।

Advertisement
Advertisement

শরীরের এনার্জি বৃদ্ধিতেঃ খাওয়ার উপযুক্ত নারকেল তেল প্রতিদিন খেলে তা দেহের এনার্জি বৃদ্ধি করে। নারকেল তেলের মধ্যে থাকা অ্যাসিড মস্তিষ্ক রিল্যাক্স করতে সাহায্য করে। এছাড়া প্রতিদিন তিন টেবিল চামচ বিশুদ্ধ নারকেল তেল খেলে ঘুমের সমস্যা থাকলে তা ঠিক হয়ে যাবে।

হজমের সমস্যা থেকে মুক্তি পেতেঃ নারকেল তেলে কিছু উপকারি ফ্যাট রয়েছে। বিশুদ্ধ নারকেল তেল খেলে এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান পাকস্থলীর ইনফেকশন দূর করে। ফলে হজমের সমস্যা দূর হয়।

বলিরেখা দূর করতেঃ বলিরেখা দূর করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। দিনে দুবার ত্বকে নারকেল তেল ম্যাসাজ করে লাগান। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে বলিরেখা পড়া রোধ করে। এছাড়া নারকেল তেল ত্বকে নিয়মিত লাগালে, লোশনের থেকেও বেশি ত্বক উজ্জ্বল করে।

Advertisement

Related Articles

Back to top button